ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ, একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ লালবাজারের

তৃণমূলের (TMC) শহিদ দিবসকে কেন্দ্র করে যানজটের আশঙ্কা কলকাতা জুড়ে। তাই আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

Subhankar Das | Published : Jul 20, 2024 5:01 PM IST

তৃণমূলের (TMC) শহিদ দিবসকে কেন্দ্র করে যানজটের আশঙ্কা কলকাতা জুড়ে। তাই আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)।

রাত পোহালেই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। ঐতিহাসিক ২১ জুলাই। আর সেই উপলক্ষ্যেই রবিবার, বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসবেন তৃণমূল কর্মীরা। স্বাভাবিকভাবেই, শহর জুড়ে ব্যাপক যানজটের আশঙ্কা রয়েছে।

Latest Videos

তাই আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। রবিবার, শহরের বিস্তীর্ণ এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে। কোন কোন রাস্তা বন্ধ থাকবে এবং কোন কোন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, তা জানিয়ে দিয়েছে লালবাজার।

প্রতি বছরই যানজট এড়াতে উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে কলকাতা পুলিশ। এবারেও তাই হচ্ছে। জানা যাচ্ছে, ধর্মতলামুখী বেশ কয়েকটি রাস্তা থেকে গাড়ি এবং বাসের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হবে।

কলকাতা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে, কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত, আর্মহার্স্ট স্ট্রিটের উত্তর থেকে দক্ষিণ এবং বিধান সরণির দক্ষিণ থেকে উত্তরে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।

সেইসঙ্গে, কলেজ স্ট্রিটের দক্ষিণ থেকে উত্তর, ব্র্যাবোর্ন রোডের উত্তর থেকে দক্ষিণ, হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট, স্ট্র্যান্ড রোডের দক্ষিণ থেকে উত্তর, বিবি গাঙ্গুলি স্ট্রিটের পূর্ব থেকে পশ্চিম, বেন্টিঙ্ক স্ট্রিটের দক্ষিণ থেকে উত্তর, নিউ সিআইটি রোডের পশ্চিম থেকে পূর্ব, বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার স্ট্রিট এবং রবীন্দ্র সরণীর দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

এছাড়াও রবিবার, কলকাতার রাস্তায় ভারী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। রবিবার, ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের অধীনস্থ সমস্ত রাস্তাতেই ভারী মালবাহী কোনও গাড়ি চলাচল করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। তবে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, পেট্রোলিয়াম তেলের গাড়ি, অক্সিজেন সিলিন্ডারের গাড়ি, ওযুধ, সবজি, ফল এবং দুধ পরিবহণকারী যানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সেইসঙ্গে, রবিবার কোনও ট্রাম চলবে না কলকাতায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
বাজি পোড়াতে গিয়ে হলো বিপত্তি! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো Uluberia | Howrah News Today
'এদের সঙ্গে জানোয়ারের তুলনা জানোয়ারের অপমান' ফালাকাটার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A