21 July: ২১-এর শহিদ দিবসের মঞ্চের তিনটি ভাগ, ব়্যাম্প তৈরি মমতা-অভিষেকের জন্য

২১ জুলাই গতানুগতিকতার বাইরে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। ভাঙছে প্রথা। তারই সঙ্গে তাল মিলিয়ে মঞ্চ সজ্জাতেও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। ২১ জুলাইয়ের মঞ্চের সামনের ভাগে স্টেজ চওড়া হচ্ছে।

 

তৃণমূল কংগ্রেসের (TMC)২১ জুলাই (21 July), শহিদ দিবসের (Shahid Diwas) প্রস্তুতি শুরু। জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। অন্যদিকে দূরের জেলাগুলি থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের আসা শুরু হয়ে গেছে। লোকসভা নির্বাচনের পরই এটাই তৃণমূল কংগ্রেসের প্রথম বড় সমাবেশ। আগেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন ২১ জুলাইয়ের শহিদদের উৎসর্গ করা হবে লোকসভা নির্বাচনের দুর্দান্ত ফলাফল। তাই এবার ২১ জুলায়ে একই সঙ্গে তৃণমূল কংগ্রেস শহিদ দিবস আর লোকসভা নির্বাচনের জয় উদযাপন একই সঙ্গে করবে।

এবার ২১ জুলাই গতানুগতিকতার বাইরে বেরিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। ভাঙছে প্রথা। তারই সঙ্গে তাল মিলিয়ে মঞ্চ সজ্জাতেও আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। ২১ জুলাইয়ের মঞ্চের সামনের ভাগে স্টেজ চওড়া হচ্ছে। থাকতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর জন্য আলাদা একটি ব়্যাম্প। মঞ্চ তৈরির কাজ এগিয়ে যাচ্ছে। শুক্রবার মঞ্চ পরিদর্শন করেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরা।

Latest Videos

২১ জুলাইয়ের মঞ্চের বিশেষত্বঃ

২১ জুলাইয়ের মূল মঞ্চটি তিন ভাগে ভাগ করা হবে। মূল মঞ্চের দৈর্ঘ্য ৫২ ফুট আর প্রস্তু ২৪ ফুট। মূল মঞ্চেই থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা মন্ত্রীরা। মঞ্চের দ্বিতীয়ভাগের দৈর্ঘ্য ৪৮ ফুট ও প্রস্থ ২৪ ফুট। যেখানে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় স্তরের দৈর্ঘ্য ৪০ ফুট আর প্রস্থ ২৪ ফুট। যেখানে থাকবেন বিধায়ক ও কাউন্সিলর ও দলের নেতারা। মঞ্চে ওঠার জন্য এবার তৈরি করা হয়েছে একটি ব়্যাম্প। বক্স ট্রাসের পাশেই ব়্যাম্প তৈরির কাজ চলছে। এই ব়্যাম্প দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়-সহ দলের নেতারা মঞ্চে উঠবেন।

২১ জুলাইয়ের মিছিলের পথঃ

২১ জুলাই মিছিলের পথও ঠিক করে দিয়েছে কলকাতা পুলিশ। হাওড়া স্টেশন থেকে যে মিছিল আসবে, তা হাওড়া ব্রিজ-ব্রেবোর্ন রোড-নিউ CIT রোড-সেন্ট্রাল অ্যাভিনিউ-চাঁদনি চক-এসএন ব্য়ানার্জি রোড হয়ে পৌঁছবে সভাস্থলে। শ্য়ামবাজার থেকে আসা মিছিল সেন্ট্রাল অ্য়াভিনিউ, চাঁদনি চক, এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়। দক্ষিণ কলকাতা থেকে আসা মিছিল আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড হয়ে পৌঁছবে ধর্মতলার সভাস্থলে। শিয়ালদা থেকে আসা মিছিল এপিসি রোড, মৌলালি , এসএন ব্য়ানার্জি রোড হয়ে যাবে ধর্মতলায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি