আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে (Weather Update)।
512
বাকি জেলাগুলিতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। অনেকদিন আগেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
612
তবে এর মধ্যেই সুখবর দিল আলিপুর আবহাওয়া অফিস। খুব শীঘ্রই দক্ষিণের মাটি ভিজতে চলেছে।
712
রবিবার, দক্ষিণবঙ্গের আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
812
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।
912
পাশাপাশি পশ্চিমের কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। যে সকল পশ্চিমী জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা।
1012
আগামী ১৯ থেকে ২৩ শে মার্চ পর্যন্ত সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা, যার মধ্যে বাঁকুড়া, নদীয়া, পুরুলিয়া, বীরভূন, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, হুগলী, হাওড়া সহ দুই ২৪ পরগণা এবং কলকাতায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
1112
যেহেতু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে তাই ঝড় বৃষ্টির তীব্রতা সব জায়গায় সমান থাকবে না। হঠাই কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে এই জায়গাগুলিতে।
1212
তবে কোথাও বেশি বা কম বজ্রবিদ্যুৎ ও ঝড় বৃষ্টি, কালবৈশাখীর আশঙ্কার আগাম আভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।