- Home
- India News
- Weather News: ভারতের আবহাওয়ায় বিরাট বদল, আরও ভয়ঙ্কর ভাবে বাড়তে চলেছে তাপমাত্রা, বড় আপডেট দিল হাওয়া অফিস
Weather News: ভারতের আবহাওয়ায় বিরাট বদল, আরও ভয়ঙ্কর ভাবে বাড়তে চলেছে তাপমাত্রা, বড় আপডেট দিল হাওয়া অফিস
ভারতে আবহাওয়ায় বিরাট বদল, আরও ভয়ঙ্কর ভাবে বাড়তে চলেছে তাপমা, বড় আপডেট দিল হাওয়া অফিস

ভারতের অনেক রাজ্যেই আবহাওয়ার ধরন পাল্টে যাচ্ছে। রবিবার দিল্লিতে মারাত্মক গরম ছিল। তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশেও তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে হিমাচল প্রদেশের কিছু জায়গায় তুষারপাত হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডেও হালকা বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার দিল্লিতে পারদ উঠেছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই মরশুমের উষ্ণতম দিন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দুই-তিন দিন এমনই উষ্ণতা থাকবে। ১৪ মার্চ হালকা বৃষ্টি হতে পারে, যার ফলে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি কমে যেতে পারে। তবে এ থেকে খুব বেশি স্বস্তির আশা করা যাচ্ছে না।
১৫ মার্চ থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা। ১১ ও ১২ মার্চ ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এই দুই দিনই সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
উত্তরপ্রদেশে হোলির আগেই আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই পরিবর্তন পশ্চিম উত্তরপ্রদেশে বেশি দেখা যাবে, অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশে খুব একটা পার্থক্য হবে না। বাতাসের প্রভাব কমে যাওয়ায় লখনউয়ের গরম বেড়েছে।
১১ মার্চ আবহাওয়া পরিষ্কার থাকলেও পশ্চিম ও পূর্ব উত্তরপ্রদেশে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ১২ মার্চ আবহাওয়া পরিষ্কার থাকবে এবং ঝোড়ো হাওয়া বইবে। ১৩ মার্ক থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী তিনদিন বিহারে গরম বাড়বে। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, যার ফলে গরম আরও বাড়বে। পাটনা আবহাওয়া দফতর সূত্রে খবর,
আগামী কয়েকদিন গরম বাড়বে। রাজ্যের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকবে। আকাশ পরিষ্কার থাকবে এবং জোরালো সূর্যের আলো বের হবে। এ সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
অন্যদিকে পশ্চিমবঙ্গে নেই কোনও বৃষ্টির পূর্বাভাস আগামী তিনদিনে আরও চড়বে পারদ। তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে।

