'রাজভবনে গোলা-বারুদ মজুত', রাজ্যপালকে বেনজির আক্রমণে বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Published : Nov 16, 2025, 12:35 PM IST
cv anand bose

সংক্ষিপ্ত

WB Governor On Kalyan Banerjee: রাজভবনে গোলা-বারুদ মজুত রাখার অভিযোগ। বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

WB Governor On Kalyan Banerjee: তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের 'রাজভবনে গোলাবারুদ মজুত রয়েছে'। মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানালো রাজভবন। সাংসদের বিরুদ্ধে সাংবিধানিক ভাবে ও আইনি পদক্ষেপের ইঙ্গিত রাজভবনের। 

এই বিষয়ে রবিবার কলকাতা রাজভবনের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে যে- “সাংসদ, নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকরা—সর্বোচ্চ ১০০ জন—তাৎক্ষণিকভাবে রাজভবন পরিদর্শনে আসতে পারেন। দেখে যাচাই করে নিন, অভিযোগ অনুযায়ী কোনও অস্ত্র বা গোলাবারুদ এখানে মজুত আছে কি না। যদি অভিযোগ অসত্য প্রমাণিত হয়, তাহলে সাংসদের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং ঘৃণাভাষণের জন্য আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া উচিত।”

একই সঙ্গে রাজভবন প্রশ্ন তুলেছে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও। বিবৃতিতে বলা হয়েছে, রাজভবন যেহেতু কলকাতা পুলিশের নিরাপত্তার আওতায়, সেক্ষেত্রে কীভাবে অভিযোগ অনুযায়ী অস্ত্র রাজভবনে ঢুকতে পারল, তা নিয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত। এ ধরনের ঘটনা রাজ্যের রাজ্যপাল—যিনি জেড প্লাস নিরাপত্তাভুক্ত—এবং রাজভবন কর্মীদের জন্য বড়সড় হুমকি বলেও দাবি করা হয়েছে।

রাজ্যপালের নিরাপত্তা আধিকারিকরা তাঁকে সাময়িকভাবে রাজভবন ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন—“আমি রাজভবনেই থাকব, যাই হোক না কেন।” রাজভবন আরও জানিয়েছে, লোকসভার স্পিকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে এবং সাংসদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের তদন্ত করার অনুরোধ জানানো হবে। ঘিরে ধরেছে রাজনৈতিক উত্তেজনা—কলকাতার রাজভবনকে কেন্দ্র করে এই অভূতপূর্ব অভিযোগ-প্রতিবাদের পর এখন নজর তদন্তের দিকে।

কী বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
 

শনিবার সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘’রাজ্যপালকে আগে বলুন তার রাজভবনে বিজেপির ক্রিমিনালদের যাতে না রাখে, রাজভবনে ক্রিমিনালদের ডাকছেন আর তাদেরকে একটা করে বন্দুক দিচ্ছেন, আর বোমা দিচ্ছেন মেরে এস তৃণমূলের লোকেদের আগে এইসব বন্ধ করুন, তিনি একটি অপদার্থ রাজ্যপাল, বিজেপির চাকরি বাক্যর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না, রাজ্যের রাজ্যপাল কে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।'' 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

NET, SET বা GATE উত্তীর্ণ হলেই শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ে PhD-র সুযোগ, শীঘ্রই বিজ্ঞপ্তি
ED আধিকারিকদের বিরুদ্ধে FIR-এ সুপ্রিম স্থগিতাদেশ, CCTV ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ