
শনিবার সকালে কলকাতার এজরা স্ট্রিটে একটি ইলেকট্রনিক্স গুদামে বড়সড় আগুন লাগে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দমকলকর্মীরা বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছেন।
পশ্চিমবঙ্গ ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের ডিরেক্টর জেনারেল রণবীর কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, গুদামটিতে বৈদ্যুতিক এবং ইলেকট্রনিক সামগ্রী মজুত থাকায়, জ্বলন্ত গুদাম থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে দেখা যায়।
এই অভিযানে মোট ২০টি দমকলের ইঞ্জিন এবং ৯টি ওয়াটার জেট ব্যবহার করা হচ্ছে। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এএনআই-কে রণবীর কুমার বলেন, "পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে... আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভেতরে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স জিনিস থাকায় প্রচুর ধোঁয়া হচ্ছে। ২০টি দমকলের ইঞ্জিন ৯টি জেট নিয়ে এখানে কাজ করছে। এখানে কোনো প্রাণহানি হয়নি।"
ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।
সবিস্তারে আসছে...