বৃষ্টিতে টানা কয়েক দিন ধরেই ভিজছে কলকাতা। শহের বিস্তীর্ণ এলাকা মাঝেমধ্যেই জলমগ্ন হয়ে পড়ছে। বৃষ্টি, ভ্যাপসা গরম আর বৃষ্টি সঙ্গী। জন মাস থেকেই বৃষ্টি শুরু হয়েছে বঙ্গে। জুলাই মাসেও সেই ধারাই অব্যাহত রয়েছে। এবার বঙ্গে মৌসুমি বায়ু সক্রিয় থাকার পাশাপাশি নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ অঞ্চল ও ঘূর্ণাবর্তের বৃষ্টি হচ্ছে। যার কারণেই রেকর্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে কলকাতা সহ বঙ্গে। যা ভেঙে দিয়েছে গত ৮ বছরের বৃষ্টির রেকর্ড। জুলাই মাসে এই বছর প্রবল বৃষ্টি হয়েছে।