পুজোর সময়ে মেট্রোর সংখ্যা বাড়বে? পুজো কমিটির বৈঠকে মমতার নির্দেশ প্রশাসনকে
Puja transport: কলকাতা শহরের লাইফলাইন মেট্রো। শহরের অনেক অংশেই মেট্রো পরিষেবা চালু রয়েছে। জুড়ছে শহরতলীও। সেই কারণে পুজোর সময় দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্যই মেট্রো পরিষেবা বৃদ্ধির কথা বলেছেন মমতা।

মেট্রো বাড়তে পারে?
পুজোর সময় মেট্রো বাড়তে পারে। তেমনই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর সময় দর্শনার্থীদের সুবিধের জন্য মেট্রোর সার্ভিস যাতে বাড়ে তারজন্যই বড় পদক্ষেপ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। পুজোর সময় যাতে সারাক্ষণ মেট্রো পরিষেবা চালু থাকে তারজন্য মুখ্যসচিব মনোজ পন্থকে মেট্রোর সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মমতা। মমতার কথায় পুজোর সময় প্রচুর মানুষ বাইরে বের হন। মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় প্রচুর পুজো মণ্ডপ রয়েছে। তাই যানজট এড়িয়ে যাতে সহজে চলা ফেরা করা যায় তাই মেট্রো পরিষেবা বাড়ানোর ওপর জোন দিয়েছেন তিনি।
জোর দিচ্ছেন মমতা
কলকাতা শহরের লাইফলাইন মেট্রো। শহরের অনেক অংশেই মেট্রো পরিষেবা চালু রয়েছে। জুড়ছে শহরতলীও। সেই কারণে পুজোর সময় দর্শনার্থীদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্যই মেট্রো পরিষেবা বৃদ্ধির কথা বলেছেন মমতা। ভিড় ও যানজট এড়িয়ে এক স্থান থেকে অন্যত্র যাতায়াতে মেট্রো গুরুত্বপূর্ণ। সেই কারণে পুজোর দিনগুলিতে মেট্রো পরিষেবা যাতে চালু থাকে তারওপর জোর দিচ্ছেন মমতা।
লোকাল ট্রেনের পরিষেবা
শুধু মেট্রো নয়, পুজোর দিনগুলিতে লোকাল ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে তারওপরেও জোর দিয়েছেন মমতা তিনি ভারতীয় রেল কর্তপক্ষের সঙ্গে কথা বলার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন।
পরিবহন দফতরকেও বাড়তি পরিষেবা দিতে হবে
রাজ্যের অধীনে থাকা পরিবহন দফতরকেও বাড়তি পরিষেবা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মমতা। পুজোর সময় শহরে রাতভর যাতে বাস ও গাড়ি পাওয়া যায় তার দিকে বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুর্গাপুজোর অনুদান ঘোষণা
গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবছর অনুদান বাড়ানোর কথা গতবছরই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যে অঙ্কের টাকার কথা বলেছিলেন তার থেকে বেশি পরিমাণে অনুদান বৃদ্ধি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গাপুজোর অনুদান হিসেবে ক্লাব পিছু ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেবেন বলে ঘোষণা করেছেন। পাশাপাশি বিদ্যুতের বিলেও ৮০ শতংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা।
বাড়ল ২৫ হাজার টাকা
গত বছর পুজো কমিটিগুলিতে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এই বছর পূর্বের ঘোষণার থেকেও ১০ হাজার টাকা বেশি দিচ্ছেন। সবমিলিয়ে একধাক্কায় ২৫ হাজার টাকা অনুদান বৃদ্ধি করেছেন। বিদ্যুৎ বিলেও বাম্পার ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা। যাতে রীতিমত খুশি পুজো উদ্যোক্তারা।

