Viral Video: মা-বোনের নাম তুলে খিস্তিখেউর! কলকাতার দোকানদারের ভয়ঙ্কর রূপ

Published : Mar 05, 2024, 01:59 PM ISTUpdated : Mar 06, 2024, 08:25 AM IST
Viral

সংক্ষিপ্ত

ক্রেতার মা-বাবা তুলে রীতিমত অশ্লীল ভাষায় খিস্তিখেউর করতে থাকেন ওই দোকানদার।

কলকাতার ডেকার্‌স লেন খাদ্যরসিক মানুষদের জন্য প্রায় স্বর্গতুল্য, কিন্তু সেই স্বর্গের মধ্যেই যে লুকিয়ে আছে ভয়ঙ্কর যুদ্ধের আবহ, তা এতদিন শহরে থেকেও টের পাননি অনেক মানুষই। সম্প্রতি ইন্টারনেটে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ডেকার্‌স লেনের বিখ্যাত ছঙ্গানি কচুরির দোকানের মালিককে একজন ক্রেতার প্রতি প্রায় রণমূর্তি ধারণ করতে দেখা গিয়েছে। 

 

-

সোশ্যাল মিডিয়ায় দোকানদারের সেই রূপ পোস্ট করেছেন জনৈক ক্রেতা। তিনি জানিয়েছেন যে, খাবারের দোকানটি অত্যন্ত অপরিষ্কার থাকার কারণে তিনি দোকানদারকে সেটি পরিষ্কার করার কথা বলেছিলেন, কিন্তু এতেই একেবারে রে রে করে ওঠেন ওই দোকানদার। দুজনের মধ্যেই হিন্দি ভাষায় বাকবিতণ্ডা শুরু হয়।

 

 -

ক্রেতার মা-বাবা তুলে রীতিমত অশ্লীল ভাষায় খিস্তিখেউর করতে থাকেন ওই দোকানদার। ভাইরাল ভিডিওতে তাঁর এই ব্যবহার দেখে ভয়ঙ্কর ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা।

 

 

 

PREV
click me!

Recommended Stories

'ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবোই, এটা বাবরের দেশ নয়', কলকাতায় এসে হুঙ্কার ধীরেন্দ্র শাস্ত্রী
Gita Path : 'মুখ্যমন্ত্রী না এসে প্রমাণ করলেন প্রকৃত হিন্দু নন' তোপ শুভেন্দু অধিকারীর