Traffic Update: কোন কোন রাস্তায় মিটিং-মিছিলের ভিড়? দেখে নিন কলকাতার ট্রাফিকের হালচাল

Published : Sep 15, 2023, 10:39 AM IST
kolkata traffic

সংক্ষিপ্ত

জেনে নিন কলকাতার রাস্তায় আজকের ট্রাফিক আপডেট, একনজরে।

১৫ সেপ্টেম্বর, শুক্রবার কলকাতার রাস্তায় ট্রাফিকের হালহকিকত কী রয়েছে, তা সরাসরি জানিয়েছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন এলাকায় কিছু কিছু জনসমাবেশ অথবা মিছিলের কারণে যান চলাচলে প্রভাব পড়তে পারে। অফিস থেকে বাড়ি ফেরার পথে, অথবা, জরুরি কাজে যাওয়ার আগে কোন কোন রাস্তাগুলি এড়িয়ে বিকল্প পথ ধরে গেলে ভালো হবে, জেনে নিন।   

লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের তরফে বলা হয়েছে যে, শুক্রবার দুপুরে প্রায় আড়াইটে নাগাদ ধর্মতলায় মেট্রোরেলের ৫ নং গেটের কাছে একটি জনসমাবেশ হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী তার সামনের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হতে পারে। সেটি ছাড়াও, আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ একটি মিছিল হওয়ার কথা রয়েছে, দেশবন্ধু পার্ক থেকে শুরু হয়ে সেই মিছিলটি গৌরীবাড়িতে গিয়ে সমাপ্ত হবে। মাঝখানে রাজা বীরেন্দ্র স্ট্রিট, করিয়াপুকুর, শ্যামবাজার, আরজিকর রোড হয়ে এগোবে এই মিছিল। তার জন্য, সংশ্লিষ্ট রাস্তাগুলিতে দুপুর থেকে বিকেল পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এগুলি ছাড়া কলকাতার জনপথে শুক্রবার আর কোনও বড় মিটিং বা মিছিল নেই বলে জানা গেছে।

কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে যে, ১৫ সেপ্টেম্বর সকাল থেকে শহরে কোনও বড় দুর্ঘটনার খবর নেই। শহরে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে পুলিশ বিভাগ। সকালের দিকে ট্রাফিক কিছুটা ধীর গতিতে চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের চাপ সামান্য বেড়ে গেছে। বৃষ্টির কারণে যান চলাচলের গতি অন্যান্য দিনের তুলনায় বেশ ধীর রয়েছে। শহরের একাধিক অংশে বৃষ্টির জন্য রাস্তা জলমগ্ন হয়ে থাকায় সেই অঞ্চলগুলিতেও গাড়ি চলাচলে কিছুটা সমস্যা হচ্ছে। 

আরও পড়ুন- 
Jaahnavi Kandula: ২৩ বছরের ভারতীয় ছাত্রীর মৃত্যু দেখে হাসছেন পুলিশকর্মী, আমেরিকার নির্মম ভিডিও দেখে রাগে ফেটে পড়ছে ভারত
Viral Video: ভিন গ্রহের প্রাণীরা এবার কি সরাসরি এসে নামল ভারতের মাটিতে? চেন্নাইয়ের ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা!
Anubrata Mondal: ‘সময়ের দাবি মেনে…’ সরে গেল অনুব্রত মণ্ডলের ছবি, মমতা-অভিষেকের পাশে কাজল শেখের স্থান

PREV
click me!

Recommended Stories

Today live News: India vs South Africa 3rd T20 - ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি, প্রথম একাদশে কারা সুযোগ পেতে পারেন?
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা