আজ ভালবাসার দিনেই শহরে শিরশিরে ঠাণ্ডার আমেজ? সঙ্গীর সঙ্গে বেরোনোর আগে জেনে নিন আবহাওয়ার খবর

Published : Feb 14, 2025, 06:50 AM IST

বিদায় বেলাতেও ফের একবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর থেকে কি আবার ঠাণ্ডা পড়বে!

PREV
112

শীত বিদায়ের পালা এবার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।

212

তবে আজও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

312

এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিদায়বেলায় ফের একবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে।

412

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে।

512

তবে শীতের আর কামব্যাক হবে না। তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে ফিরবে না।

612

আর ফেব্রুয়ারীর শেষেই শীতের পাকাপাকি বিদায়। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।

712

আপাতত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।

812

বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও।

912

আজ ভোগাতে পারে কুয়াশা। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

1012

কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারেরও নীচে নেমে যাওয়ার সম্ভাবনা।

1112

আজও উত্তরবঙ্গে (North Bengal Weather) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা।

1212

দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতও হতে পারে। শুক্রবার থেকে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা দুই-তিন ডিগ্রি নামতে পারে।

click me!

Recommended Stories