বিদায় বেলাতেও ফের একবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর থেকে কি আবার ঠাণ্ডা পড়বে!
শীত বিদায়ের পালা এবার। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই।
212
তবে আজও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
312
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিদায়বেলায় ফের একবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে।
412
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও শুক্রবার থেকে তাপমাত্রা একটু কমতে পারে।
512
তবে শীতের আর কামব্যাক হবে না। তাপমাত্রা নামলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ সেভাবে ফিরবে না।
612
আর ফেব্রুয়ারীর শেষেই শীতের পাকাপাকি বিদায়। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা।
712
আপাতত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।
812
বৃষ্টি হবে না কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কোথাও।
912
আজ ভোগাতে পারে কুয়াশা। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদীয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।