
Covid19 Patient Death News Kolkata: কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হল । এক সপ্তাহ ধরে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৪৩ বছর বয়সি ওই মহিলা। ৫ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণে হিসেবে করোনা সংক্রমণের সঙ্গে কোমর্বিডিটিরও উল্লেখ করা হয়েছে। ডেথ সার্টিফিকেটে বলা হয়েছে হৃদযন্ত্র ও কিডনিতে সমস্যা ছিল মৃত মহিলার।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা চার হাজার পার করেছে। এক দিনে পাঁচ জনের মৃত্যুও হয়েছে দেশে। এবার দেশে করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৩৭। সোমবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৬১। সবথেকে উদ্বেগের বিষয় হল, গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্তের নিরিখে দিল্লির পরই নাম রয়েছে পশ্চিমবঙ্গের।
এদিকে করোনা মহামারীর চার বছর পর ফের দেশে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষ করে দেখা দিচ্ছে লং কোভিড সংক্রমণের লক্ষণ। করোনার উপসর্গ দেখা দিচ্ছে ২ থেকে ৫ বছর বয়সী ছোটো শিশুদের মধ্যেও। জানা গিয়েছে, ভারতে ক্রমশ আরও সক্রিয় হচ্ছে করোনা। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,৭৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে কেরালায় সর্বোচ্চ ১,৪৩৫ জন আক্রান্ত হয়েছে, এরপরই রয়েছে মহারাষ্ট্র। অন্যদিকে রাজ্যে ফের করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যার জেরে শুরু হল করোনা বিধি পালন (Corona Rules In School)।
রাজ্য সরকার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮২ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্ত ২৮৭ জন। এবং সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫৮ জন। এদিকে বিষ ফোঁড়া হয়ে দাঁড়িয়েছে গুমোট গরম। এই ভ্যাপসা গরম ও করোনার বাড়বাড়ন্তে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়ল স্কুল কর্তৃপক্ষ। তবে এবার মোক্ষম উপায় বের করলেন তাঁরা। করোনা নিয়ে আতঙ্ক নয়, বরং পড়ুয়াদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিতে চলেছেন সব স্কুলের কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্র অথবা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে স্কুলগুলি। এমনকি পুরো সেরে না ওঠা পর্যন্ত স্কুলে আসতেও বারণ করা হয়েছে। প্রায় প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, আগামী তিন মাস অর্থাৎ, জুন থেকে অগস্ট পড়াশোনার মরসুম। ওই তিন মাস স্বাস্থ্যবিধি মেনে মন দিয়ে পড়াশোনা করতে হবে। স্কুলে নিয়মিত আসতে হবে।
তবে শুধু বড়রা নয়, সম্প্রতি একটি গবেষণায় প্রকাশ পেয়েছে যে, SARS_COV2 সংক্রমণের ফলে ছোটোদের মধ্যে কোভিডের লং টার্ম উপসর্গগুলি রয়েছে। কারণ এই সংক্রমণের পর ছোটোদের মধ্যে তিনমাস পর্যন্ত কোভিডের উপসর্গ থাকছে। যারফলে স্বাভাবিক ভাবেই কপালে নতুন করে করোনা সংক্রমণ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে। গবেষকদের মতে, SARS-CoV-2 সংক্রমণের পর ছোটদের মধ্যে তিন মাস পর্যন্ত কোভিডের লক্ষণগুলো রয়েছে। ২০২২-এর মার্চ থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত ৪৭২ জন ইনফ্যান্ট এবং ৫৩৯ জন প্রি-স্কুল বাচ্চাদের নিয়ে এই গবেষণা করা হয়।
জানা গিয়েছে, এই গ্রুপে যে সব বাচ্চার কোভিড হয়েছিল এবং যারা সংক্রমিত হয়নি, উভয়ই ছিল। সেখানেই দেখা গিয়েছে, ১৫ শতাংশ শিশুর মধ্যে লং কোভিড ছিল। ২ থেকে ৩ বছর বয়সী শিশু ও ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে বাড়ছে লং কোভিডের উপসর্গ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।