বিরাট দুঃসংবাদ! নতুন বছর থেকে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, প্রকাশ্যে নয়া নির্দেশিকা, কপাল পুড়ল কাদের?

Published : Dec 11, 2024, 08:27 AM ISTUpdated : Dec 11, 2024, 08:29 AM IST

মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নয়া নির্দেশিকা জারি। নির্দিষ্ট শর্ত পূরণ না করলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা। আধার লিঙ্ক, বয়স, KYC সহ একাধিক নিয়ম মানা বাধ্যতামূলক।

PREV
115

মমতা সরকারের রয়েছে একাধিক প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা রাজ্যবাসীকে ভাতা দেন মুখ্যমন্ত্রী।

215

রাজ্যবাসীর সুবিধার্থে পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য ভাতা এনেছে মমতা সরকার। প্রতি মাসে দেওয়া হয় নির্দিষ্ট পরিমান টাকা।

315

ভাতার টাকায় উপকৃত হন সকলেই। মমতা সরকারে নানান প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার।

415

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পে প্রতি মাসে ব্যাঙ্কে ঢোকে ১০০০ টাকা। তপসিলি মহিলারা পান ১২০০ টাকা।

515

এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে এল নয়া নির্দেশিকা। বন্ধ হয়ে যেতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার। তার জন্য মানতে হবে সরকারি নির্দেশ।

615

ডিসেম্বর মাস থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার। সে কারণে আরও কড়াকড়ি শুরু হল এই ভাতা নিয়ে।

715

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার।

815

তেমনই, আপনি যদি এখনও জয়েন্ট অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে থাকেন তাহলে যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে ভাতা।

915

আপনার বয়স হয়তো ২৫ বছর হয়নি। আপনি জাল সার্টিফিকেট দিয়ে এতদিন টাকা নিয়ে থাকলে সতর্ক হন। এবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধের সময় এসেছে।

1015

সরকারি চাকরি বা অন্য কোনও সুবিধা থাকা সত্ত্বেও যদি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে থাকেন, তাহলে বন্ধ হতে পারে ভাতা।

1115

তেমনই যাদের অ্যাকাউন্টে KYC দেওয়া নেই তারা আর দেরি না করে এই কাজ পূরণ করুন। না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।

1215

ট্যাব কেলেঙ্কারি সামনে আসতে নড়েচড়ে বসেছে সরকার। নজর দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের দিকে।

1315

অনেকেই ভুয়ো অ্যাকাউন্টের দ্বারা টাকা নিচ্ছেন। তাদের বিরুদ্ধে এবার নেওয়া হবে পদক্ষেপ।

1415

এবার লক্ষ্মীর ভাণ্ডার পেতে চাইলে সরকারি নির্দেশ মেনে চলুন। আধার লিঙ্ক করান আজই।

1515

প্রকাশ্যে আসা সরকারি নিয়ম না মানলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার।

click me!

Recommended Stories