বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এই নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া ফলায় ফের বৃষ্টির পূর্বাভাস বাংলায়।
ডিসেম্বরের মাঝামাঝি হতে চলল। তাতেও তেমন শীত অনুভূত হচ্ছে না। এরই মাঝে আবহাওয়া নিয়ে এল বড় আপডেট।
শীত পড়তে না পড়তে আরও একবার দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। নদিয়া, মুর্শিদাবাদ ও বর্ধমানে হতে পারে হালকা বৃষ্টি।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে। হতে পারে বৃষ্টি।
আপাতত দক্ষিণ বঙ্গের জেলাগুলোতে সেভাবে শীত পড়েনি। তাপমাত্রার পারদ প্রায়ই ওঠানামা করছে।
হাওয়া অফিস সূত্রের খবর, আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই।
উত্তর পশ্চিম শীতল হাওয়ার পরিবর্তে বেলা বড়লেই পূর্ণ দক্ষিণ বাতাস বইছে। আপাতত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শীতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
তেমনই আজ হতে পারে বৃষ্টি। আপাতত পড়ছে না হাড় কাঁপানো শীত।
তেমনই দক্ষিণবঙ্গের কলকাতা সব বিভিন্ন জেলায় বাড়বে তাপমাত্রা।
সব মিলিয়ে দক্ষিণবঙ্গের সহ জেলাতেই বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা। আপাতত বৃহস্পতিবারের আগে আবহাওয়ার পরিবর্তন নেই বলে জানা গিয়েছে।