জানুয়ারি থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের টাকা! কড়া সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন মমতা

Published : Dec 10, 2024, 11:03 AM IST

কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার জানিয়ে দিলেন জানুয়ারি থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে না। বড়সড় ক্ষতির মধ্যে পড়তে চলেছেন গ্রাহকরা। এতে কার্যত মাথায় হাত তাঁদের।

PREV
18

বহুদিন ধরেই সরকারি প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে বাংলাকে দুষছে কেন্দ্রীয় সরকার।

28

যার জন্য বাধ্য হয়ে একাধিক সরকারি প্রকল্পে টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই এবার নিজের রাজ্যেই দুর্নীতি দেখলে অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পচিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

38

বাংলাকে দুর্নীতিমুক্ত করতে এবার আরও কড়া হাতে রাশ ধরেছেন মমতা (Mamata Banerjee)।

48

সাধারণ মনুষের জন্য একাধিক জনপ্রিয় প্রকল্প শুরু করেছেন মমতা। এরই মধ্যেই একটিতে বেনিয়ম আটকাতে এবার আগাম টাকা দেওয়াই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী।

58

তাঁর সাফ কথা, কাজ শেষে রিপোর্ট পেশ না করা পর্যন্ত কোনও টাকা দেওয়া হবে না।

68

পাশাপাশি এদিন তিনি প্রশ্ন তোলেন এক ঠিকাদারকে কেন একাধিক বরাত দেওয়া হবে?

78

‘জলস্বপ্ন প্রকল্প’ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন মমতা (Mamata Banerjee), ধরে ধরে সমস্ত সরকারি প্রকল্পের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

88

তাই এবার তাঁর নজরে জল চুরি। মেজাজ হারিয়ে রীতিমতো ধমক দেন আধিকারিকদের। আর সটান একসাথে শোকজ করার নির্দেশ দেন ২৩ জনকে।

click me!

Recommended Stories