Lakshmir Bhandar: জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে নতুন নিয়ম! বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Published : May 15, 2025, 08:04 AM IST

Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নয়া নিয়ম জারি। জুন মাস থেকে ভাতা পেতে হলে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। আধার লিঙ্ক না থাকলে বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট।

PREV
111

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নানান পদক্ষেপ নিয়েছে। চালু করেছে বহু প্রকল্প।

211

রাজ্যবাসীকে আর্থিক অনুদান দিতে বার্ধক্য় ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প চালু আছে এই রাজ্যে।

311

এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যত লক্ষ্মীর ভাণ্ডার। প্রতি মাসে এই প্রকল্পের দ্বারা আর্থিক অনুদান পেয়ে থাকেন রাজ্যের মহিলারা। যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে কেবল তারাই পান লক্ষ্মীর ভাণ্ডার।

411

মাসে মাসে তপশিলি জাতির মেয়েরা ১২০০ টাকা এবং সাধারণ জাতির মেয়েরা পান ১০০০ টাকা করে।

511

এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। জুন মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মানতে হবে নতুন নিয়ম।

611

যারা নিজেদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে এখনও লিঙ্ক করেননি তারা আর পাবেন না এই ভাতা।

711

শোনা যাচ্ছে, শীঘ্রই বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট। চলছে যাচাই পর্ব।

811

যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা নেই তাদের এবার শনাক্ত করা হবে। ফলে এই ভুল আপনি করে থাকলে বাদ যেতে পারে আপনার অ্যাকাউন্ট।

911

তাই সময় থাকতে সতর্ক হন। দ্রুত এই আধার লিঙ্ক করে নিন। লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক।

1011

এতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন সম্পর্ক স্বচ্ছ ধারণা করতে পারবেন সরকার। আর আপনি যদি যোগ্য হন তবেই পাবেন ভাতা।

1111

নির্দিষ্টি আয় সীমার নীচে অবস্থিতদেরই কেবল দেওয়া হবে এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

click me!

Recommended Stories