বাজেটে বরাদ্দ ২৬,৭০০ কোটি টাকা, তবে কি ভবিষ্যতে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published : Feb 14, 2025, 02:34 PM IST

মমতা সরকার রাজ্যবাসীর জন্য বিভিন্ন ভাতা প্রকল্প চালু করেছেন, যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা পান। 

PREV
110

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালুন করেছেন। রাজ্যবাসীর কথা মাথায় রেখে নিয়ে এসেছে নানান সুবিধা।

210

প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা পেয়ে থাকেন ভাতা হিসেবে। তেমনই তপশিলি জাতি ও উপজাতির সদস্যরা পান আরও বেশি।

310

এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে তরুণের স্বপ্ন।

410

তবে, এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে মহিলারা পান এই ভাতার সুবিধা।

510

কদিন ধরে শোনা যাচ্ছিল বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেন।

610

এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মা বোনেদের। উত্তরোত্তর বাড়বে এই ভাতার টাকা।

710

অর্থাৎ ভবিষ্যতে যে এই ভাতা বাড়তে পারে তার অপেক্ষায় সকলে। মাঝে শোনা গিয়েছিল ৫০০ টাকা করে বাড়বে ভাতা।

810

বর্তমানে সাধারণ জাতির মহিলার ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।

910

শোনা যাচ্ছে, শীঘ্রই সাধারণ জাতির মহিলার ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।

1010

তবে, আপাতত এই ভাতা বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা হয়নি। এখন সময়ের অপেক্ষা। দেখার সত্যিই এই ভাতা বৃদ্ধি হয় কি না।

click me!

Recommended Stories