মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালুন করেছেন। রাজ্যবাসীর কথা মাথায় রেখে নিয়ে এসেছে নানান সুবিধা।
প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা পেয়ে থাকেন ভাতা হিসেবে। তেমনই তপশিলি জাতি ও উপজাতির সদস্যরা পান আরও বেশি।
এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে তরুণের স্বপ্ন।
তবে, এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশি খ্যাতি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে মহিলারা পান এই ভাতার সুবিধা।
কদিন ধরে শোনা যাচ্ছিল বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেন।
এক সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মা বোনেদের। উত্তরোত্তর বাড়বে এই ভাতার টাকা।
অর্থাৎ ভবিষ্যতে যে এই ভাতা বাড়তে পারে তার অপেক্ষায় সকলে। মাঝে শোনা গিয়েছিল ৫০০ টাকা করে বাড়বে ভাতা।
বর্তমানে সাধারণ জাতির মহিলার ১০০০ টাকা এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
শোনা যাচ্ছে, শীঘ্রই সাধারণ জাতির মহিলার ১৫০০ টাকা এবং তপশিলি মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।
তবে, আপাতত এই ভাতা বৃদ্ধি নিয়ে কোনও ঘোষণা হয়নি। এখন সময়ের অপেক্ষা। দেখার সত্যিই এই ভাতা বৃদ্ধি হয় কি না।
Sayanita Chakraborty