বিরাট দুঃসংবাদ! এখনও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? দ্রুত এই কাজ না করলে বাতিল হয়ে যাবে অ্যাকাউন্ট

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ভাতা পেতে হলে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। ডিসেম্বর মাসের টাকা না পেলে দ্রুত ব্যাঙ্কে যোগাযোগ করুন।
Sayanita Chakraborty | Published : Dec 7, 2024 2:14 PM
115

মমতা সরকারের রয়েছে নানান প্রকল্প। রাজ্যবাসী সুবিধার্থে এই সকল প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার।

215

অসহায় মানুষদের সাহায্য করতে তাদের পাশে থাকলে প্রতি মাসে সরকার ভাতা প্রদান করে থাকে।

315

সকলের জন্য আছে আলাদা আলাদা ভাতা। বৃদ্ধদের বার্ধক্য ভাতা, বিধবাদের বিধবা ভাতা। তেমনই পড়ুয়াদের কন্যাশ্রী।

415

ছেলেদের জন্য আছে তরুণের প্রকল্প। তেমনই মেয়েদের দেওয়া হয় সাইকেল। সঙ্গে বিয়ের জন্য দেওয়া হয় ২৫ হাজার টাকা।

515

এরই সঙ্গে মহিলাদের সাবলম্বী করে তুললে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে থাকেন মমতা সরকার।

615

প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা ১০০০ টাকা করে পান। তবে, আপনি তপসিলি জাতি ভুক্ত হলে পাবেন ১২০০ টাকা।

715

এবার বিপাকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা। নয়া নির্দেশ জারি হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে।

815

সদ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে একটি বিশেষ পদক্ষেপ। জানানো হয়েছে করতে হবে বিশেষ কাজ।

915

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে গেলে অবশ্যই একটি কাজ করতে হবে। তা না হলে আপনার অ্যাকাউন্ট বতিল হয়ে যাবে।

1015

যদি আপনি ডিসেম্বর মাসের টাকা এখনও না পেয়ে থাকেন তাহলে দ্রুত ব্যাঙ্কে যান।

1115

সবার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকউন্ট অর্থাৎ যেখানে ভাতার টাকা আসে তার সঙ্গে আধার লিঙ্ক করে নিন। তা না হলে টাকা পাবেন না।

1215

বর্তমানে যে সকল অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো নেই তাদের ভাতা বাতিল করা হচ্ছে। সময় থাকতে সতর্ক হন।

1315

এরই সঙ্গে আপনার ব্যাঙ্কে জমা দিন আপনার অ্যাকউন্টের পাস বইয়ের প্রথম পাতার জেরক্স। জমা দিন আধার কার্ডের জেরক্স।

1415

চলতি মাস থেকে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিল লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পাচ্ছেন। তবে, এই ভাতা পেতে গেলে মানতে হবে সরকারের নির্দেশ।

1515

সরকারের এই নির্দেশ না মানলে যে কোনও দিন আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যেতে পারে। তাই আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক করিয়ে নিন আধার কার্ডের সঙ্গে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos