লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি বছরে মিলবে ২৫ হাজার টাকা, টাকা পাবেন কারা? জেনে নিন কীভাবে আবেদন করবেন

পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্পের আওতায় অবিবাহিত মহিলারা এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সাহায্য পেতে পারেন। আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে।

Sayanita Chakraborty | Published : Dec 7, 2024 12:33 PM
110

রাজ্য সরকারে রয়েছে একাধিক প্রকল্প। রাজ্যের মহিলা থেকে পুরুষ, প্রাপ্ত বয়স্ক থেকে বৃদ্ধ- সকলের জন্য আছে একাধিক প্রকল্প।

210

ব্যবসা শুরু করতে চাইলে কিংবা সরকার দিচ্ছে ঋণ। তেমনই স্কুল পাশ করলে মিলছে টাকা। আবার বিয়ের জন্য টাকা দিচ্ছে সরকার।

310

এরই সঙ্গে প্রতি মাসে ভাতার টাকা দিচ্ছে মমতা সরকার। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে।

410

এই সকলের প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প হলে রূপশ্রী প্রকল্প। রাজ্যের মহিলাদের জন্য রয়েছে এই প্রকল্প।

510

রূপশ্রী প্রকল্প বছরে মিলছে ২৫ হাজার টাকা। রাজ্যের অবিবাহিত প্রাপ্ত বয়স্ক মহিলারা পাচ্ছেন এই সুবিধা।

610

রূপশ্রী প্রকল্পটি রাজ্যের অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের মেয়েদের বিয়ের ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠন করা হয়েছে।

710

এই প্রকল্পের অধীনে প্রাপ্তবয়স্ক মেয়েরা বিয়ের জন্য এককালীন ২৫ হাজার অনুদান পেয়ে থাকেন।

810

রূপশ্রী প্রকল্পরের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। wbrupashree.gov.in ওয়েব সাইটে যান। সেখানে গিয়ে আবেদন করুন।

910

কিংবা পাড়ায় পাড়ায় সরকারের যে ক্যাম্প হয় সেখান থেকে পেতে পারেন ফর্ম। এছাড়াও বিডিও অফিসে মিলবে ফর্ম।

1010

তাই অবিবাহিত প্রাপ্ত বয়স্ক মেয়েরা দেরি না করে আবেদন করুন রূপশ্রী প্রকল্পের জন্য।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos