মমতা সরকারের ওপর বাড়ছে অসন্তোষ, DA আদায়ে নয়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির পর, রাজ্য সরকারি কর্মীরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পথে। কর্মীরা নবান্ন অভিযান এবং সুবোধ মল্লিক স্কোয়ারে বিক্ষোভের ডাক দিয়েছে।
বহুদিন ধরে খবরে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা। তাদের কত শতাংশ ভাতা বাড়ছে তা নিয়ে জল্পনার অন্ত নেই।
আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। আগে ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন সরকারি কর্মীরা।
চলতি বছর চার শতাংশ করে দুবার ডিএ বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৪ শতাংশ। এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ।
রাজ্যের কর্মচারীদের ডিএ-র ফারাক বেড়ে হয়েছে ৩৯ শতাংশ। কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের বেতনে রয়েছে এমন ফারাক।
এদিকে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশন কার্যকর হতে পারে বলে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে।
এমন সময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কত শতাংশ বেতন বাড়ল তা নিয়ে জল্পনার শেষ নেই।
এখনও পর্যন্ত মেলেনি কোনও নিশ্চিত খবর। সে কারণে এক বিশেষ পদক্ষেপ নিতে চলেছে কর্মীরা।
আগামী ২২ ডিসেম্বর, ২৩ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বরে হবে কর্মসূচি। মহার্ঘ ভাতা প্রদান সহ একগুচ্ছ দাবিতে হবে এই কর্মসূচি।
এই তিন দিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ হবে। ডিসেম্বরেই শেষ না, ২০২৫ সালের ২৭ জানুয়ারি বেলা ১২টায় সুবোধ মল্লিক স্কোয়ারে ফের রাজ্য সরকারি কর্মীরা জমায়েত হবে।
কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক, শূন্যপদ পূরণ সহ একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখাবেন কর্মীরা।