মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প গ্রহণ করেছে। নিয়েছে নানান উদ্যোগ।
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে নানান ভাতা চালু করেছে। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলের জন্য চালু হয়েছে ভাতা। ভাতা আছে গৃহবধূদের জন্য।
বর্তমানে এই রাজ্যে চালু আছে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী সহ আরও একাধিক প্রকল্প।
এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে সকল মহিলারা পেয়ে থাকেন এই ভাতা।
সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন।
যাদের বয়স ২৫ থেকে ৬০-র মধ্যে। তারাই পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
শোনা যাচ্ছে, ১ এপ্রিল জারি হচ্ছে নয়া নিয়ম। এই নিয়ম না মানলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে।
আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢোকে তা সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। তা না হলে আর ভাতা পাবেন না।
আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢোকে তাতে KYC জমা দেওয়া থাকতে হবে। না হলে মিলবে না ভাতা।
আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢোকে তাতে আধার লিঙ্ক থাকতে হবে। না হলে মিলবে না ভাতা।
Sayanita Chakraborty