এখনও ঢোকেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? নতুন নিয়ম না মানলে বাতিল হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট, নির্দেশ মমতা সরকারের
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। এই নির্দেশিকা না মানলে বাতিল হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সুবিধা। সিঙ্গেল অ্যাকাউন্ট, বয়সসীমা, আধার লিঙ্ক, KYC এবং সরকারি চাকরির সঙ্গে যুক্ত নিয়মাবলী পালন अनिवार्य।