বিরাট দুঃসংবাদ! আর ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, ভাতা বন্ধের পথে মমতা সরকার, বদল হচ্ছে প্রকল্পের নিয়ম
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নিয়মে বদল আসছে। নতুন নিয়ম অনুযায়ী, আরবিআই-এর মাধ্যমে বিবরণ যাচাই, অনলাইন আবেদন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য জমা করা বাধ্যতামূলক। ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করতে কঠোর পদক্ষেপ।
Sayanita Chakraborty | Published : Dec 12, 2024 9:45 AM / Updated: Dec 12 2024, 09:46 AM IST
বছর শেষে খারাপ খবর এ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে। চলতি মাস থেকে বাড়তি ৫ লক্ষ ৭ হাজার মহিলা ভাতা পাবেন বলে জানায় মমতা সরকার।
নতুন করে বেশ কিছু সংখ্যক মহিলা এই ভাতার আওতায় আসলেও ভাতা ঢুকছে না পুরনো গ্রাহকদের। প্রকাশ্যে এমনই খবর।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আছে একাধিক প্রকল্প। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী, তরুণের স্বপ্নের মতো নানান প্রকল্প।
বিভিন্ন প্রকল্পের দ্বারা প্রতি মাসে টাকা পেয়ে থাকেন রাজ্যবাসী। এই সকল প্রকল্পের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার।
এবার আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। নিয়ম বদল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের। যে কারণে বাদ পড়বে বহু অ্যাকাউন্ট।
এবার থেকে রাজ্য সরকারের নতুন নিয়মের অধীন আরবিআই-র ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে প্রত্যেকের বিবরণ যাচাই করা হবে।
এবার থেকে সব অ্যাপ্লিকেশন হবে অনলাইনে। সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দুবার দিতে হবে। প্রথমবার গোপনীয়তার জন্য মাস্ক করা হবে। তারপর এটি যাচাইয়ের জন্য আবার রেজিস্ট্রেশন করা হবে।
আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণের প্রমাণ অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, কোন শাখার ব্যাঙ্ক এগুলো আপলোড করতে হবে।
এরই সঙ্গে ভাতা দেওয়ার আগে সরকারের পক্ষ থেকে গ্রাহকের কয়টি তথ্য যাচাই করা হবে। যেমন তার বয়স সত্যিই ২৫ থেকে ৬০-র মধ্যে কিনা।
তিনি কোথাও কর্মরত কিংবা অন্য কোনও ভাতার সুবিধা পান কি না। তিনি সত্যিই আর্থিক ভাবে দুর্বল কি না তা যাচাই করা হবে।
ভুয়ো অ্যাকাউন্টের দ্বারা টাকা নিচ্ছেন অনেকে। প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। সে কারণে নেওয়া হচ্ছে পদক্ষেপ।
এবার থেকে শুরু হল কড়াকড়ি। কঠিক নিয়ম মেনে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন না তারা পড়তে পারেন সমস্যায়।
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে কিংবা KYC না দেওয়া থাকলে বন্ধ হয়ে যেতে পারে ভাতা।
তাই সতর্ক হন। এখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই সকল তথ্য জমা দিন। তা না হলে বন্ধ হয়ে যাবে ভাতা।
জানুয়ারি থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভুয়ো অ্যাকাউন্ট। কড়াকড়ি শুরু হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে।