আরও একটি ঘূর্ণাবর্তের জেরে আগামী দুদিনে বিশাল বদল তাপমাত্রায়, দক্ষিণবঙ্গের জন্য সুখবর
ডিসেম্বর শুরু হয়ে গেলেও প্রথম দিকে শীতের অতটা জোরালো প্রভাব লক্ষ্য করা যায়নি। কিন্তু রাজ্যে এবার জাঁকিয়ে পড়তে শুরু করল ঠান্ডা। তবে একটা কাঁটা ফের মাথাচাড়া দিয়ে উঠছে। ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মুখে পড়তে না পড়তেই রাজ্যে এবার জাঁকিয়ে পড়তে শুরু করল ঠান্ডা।
কিন্তু মাঝখানে ফের কাঁটা হয়ে বিঁধল ঘূর্ণাবর্ত।
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যা ক্রমেই পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।
এর অভিমুখ থাকবে শ্রীলঙ্কা উপকূলের গা ঘেঁষে তামিলনাড়ু উপকূলের দিকে। আজ সন্ধ্যার পর এটি স্থলভাগে ঢুকতে পারে।
ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের তিন জেলায়। সেই তিন জেলা হল মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলা।
কুয়াশার পরিমাণ বেশি থাকে দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতেও নামতে পারে তাপমাত্রা।
দশ ডিগ্রি বা তার নীচে নামবে তাপমাত্রার পারদ। হাওয়া অফিস জানিয়েছে যে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে নামতে পারে।
দক্ষিণবঙ্গের মত আজও উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী সোমবার পর্যন্ত একইরকমভাবে শুষ্ক থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। পারদ নামবে ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত।