পশ্চিমবঙ্গে চালু আছে একাধিক ভাতা। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে ভাতা দিয়ে থাকে মমতা সরকার।
এ রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, তরুণের স্বপ্ন থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার মতো একাধিক ভাতা চালু আছে।
এই সকল ভাতার দৌলতে মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকে রাজ্যবাসী।
পশ্চিমবঙ্গে চালু থাকা সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন।
মাসে সাধারণ জাতির মহিলাদের ১০০০ এবং তপসিলি জাতির মহিলাদের ১২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা দিয়ে থাকে মমতা সরকার।
তবে, এবার বন্ধ হচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। ভাতা পেতে মানতে হবে বিশেষ নির্দেশিকা।
প্রাপকের সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে মিলবে না ভাতা। তেমনই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। থাকতে হবে KYC.
তেমনই আপনার বয়স যদি ২৫ তেকে ৬০ বছরের মধ্যে হয় তবেই পাবেন ভাতা। এখন থেকে জমা দিতে হবে বয়সের প্রমাণ পত্র।
সরকারি অন্য কোনও সুবিধা পেলে কিংবা কর্মরত হলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।
যদি কোনও পরিবার আয়করের আওতায় থাকে তাহলে সেই পরিবারের কেউ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পাবেন না।
Sayanita Chakraborty