লক্ষ্মীর ভাণ্ডারে বড় পরিবর্তন, বন্ধ হচ্ছে হাজার হাজার অ্যাকাউন্ট, ভাতা পেতে মানতে হবে সরকাররে নয়া নির্দেশিকা

পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে ভাতা পেতে হলে প্রাপকের সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক, KYC, বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে। পরিবার আয়করের আওতায় থাকলে ভাতা মিলবে না।

Sayanita Chakraborty | Published : Jan 10, 2025 9:17 PM
110

পশ্চিমবঙ্গে চালু আছে একাধিক ভাতা। পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে ভাতা দিয়ে থাকে মমতা সরকার।

210

এ রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, তরুণের স্বপ্ন থেকে শুরু করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার মতো একাধিক ভাতা চালু আছে।

310

এই সকল ভাতার দৌলতে মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত পেয়ে থাকে রাজ্যবাসী।

410

পশ্চিমবঙ্গে চালু থাকা সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন।

510

মাসে সাধারণ জাতির মহিলাদের ১০০০ এবং তপসিলি জাতির মহিলাদের ১২০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা দিয়ে থাকে মমতা সরকার।

610

তবে, এবার বন্ধ হচ্ছে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। ভাতা পেতে মানতে হবে বিশেষ নির্দেশিকা।

710

প্রাপকের সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে মিলবে না ভাতা। তেমনই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে। থাকতে হবে KYC.

810

তেমনই আপনার বয়স যদি ২৫ তেকে ৬০ বছরের মধ্যে হয় তবেই পাবেন ভাতা। এখন থেকে জমা দিতে হবে বয়সের প্রমাণ পত্র।

910

সরকারি অন্য কোনও সুবিধা পেলে কিংবা কর্মরত হলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

1010

যদি কোনও পরিবার আয়করের আওতায় থাকে তাহলে সেই পরিবারের কেউ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা পাবেন না।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos