মমতা সরকারের রয়েছে নানান পরিকল্পনা। রাজ্য সরকারের সুবিধার জন্য রাজ্য সরকার এনেছে নানান প্রকল্প।
রাজ্যের মহিলা থেকে শিশু সকলের জন্য আছে ভিন্ন ভিন্ন প্রকল্প। নানান প্রকল্পে মহিলা থেকে শিশু সকলকে টাকা দিচ্ছে মমতা সরকার।
এই সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের খ্যাতি সব থেকে বেশি। প্রতি মাসে মহিলারা এই প্রকল্পে ১০০০ টাকা করা পাচ্ছেন।
তেমনই তপসিলি মহিলারা ১২০০ টাকা করে পাচ্ছেন এই প্রকল্পে। এবার বাড়বে সেই ভাতা।
শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার বাড়তে চলেছে। এবার প্রায় ১০০০ টাকার বেশি বাড়বে ভাতা।
কিন্তু, এখনও এই নিয়ে কোনও নিশ্চিত খবর মেলেনি। জানা যাচ্ছে, ২০২৬-র ভাটের আগে বাড়বে ভাতা।
তবে, লক্ষ্মীর ভাণ্ডার পেতে হলে কয়টি বিশেষ নিয়ম মেনে চলতে হবে। সবার আগে আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকতে হবে।
আপনার অ্যাকাউন্টে KYC থাকতে হবে। তেমনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে।
আপনার বয়স যদি ২৫ থেকে ৬০-র মধ্যে হয় তবেই পাবেন লক্ষ্মীর ভাণ্ডার।
সব মিলিয়ে খুশির খবর রাজ্যবাসীর জন্য। বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। শোনা যাচ্ছে, এবার থেকে প্রতি মাসে মিলবে ২১০০ টাকা।
Sayanita Chakraborty