মেট্রো ছুটবে ব্যারাকপুর পর্যন্ত! দুর্দান্ত আপডেট দিয়ে নয়া প্রস্তাব পেশ, কবে শুরু হবে কাজ?

Published : Jan 06, 2025, 06:13 PM IST

ফের খবরের শিরোনামে উঠে এল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের প্রসঙ্গ। বিগত কয়েকদিন ধরে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য একের পর এক বাধা বা জট তৈরি হয়েছিল। তবে তা মিটেছে বলে সূত্রের খবর। এবার কাজ শুরু হওয়ার পালা। জেনে নিন আপডেট।

PREV
112

গত বছর অর্থাৎ ২০২৪ এ ডিসেম্বরে নোয়াপাড়া-বারাসত করিডরের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশে প্রস্তুতিমূলকভাবে মেট্রো রেক চালানো হয়েছিল।

212

কলকাতা মেট্রো (Kolkata Metro) সূত্রে জানা গিয়েছিল যে আগামী মার্চের মধ্যে নোয়াপাড়া-বারাসত মেট্রো প্রকল্পের নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

312

ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো অংশেও পরিষেবা চালু করার চেষ্টা চালাচ্ছে মেট্রো। তার জন্য এখন জোর কদমে চলছে প্রস্তুতি।

412

আর এই আবহে ফের খবরের শিরোনামে উঠে এল ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের প্রসঙ্গ।

512

বিগত কয়েকদিন ধরে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের জন্য একের পর এক বাধা বা জট তৈরি হয়েছিল।

612

তবে কলকাতা পুরসভার কাছে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূল যে বাধা ছিল তা নিয়ে পুরসভার কাছে একটি প্রস্তাব পাঠায় মেট্রো কর্তৃপক্ষ।

712

সেই প্রস্তাবে বলা হয়েছিল যে মেট্রো পথ সম্প্রসারণের ক্ষেত্রে বিটি রোডের নীচে যে জলের পাইপলাইন আছে সেটাকে এবার সরাতে হবে। তবে তার জন্য খুব একটা অসুবিধা হবে না।

812

কারণ মেট্রোর দ্রুত কাজ সম্পন্ন করে তারপর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তা ফের বসিয়ে দেওয়া হবে। অর্থাৎ মেট্রো সম্প্রসারণের বাধা অতি সহজে সামলে দেওয়া যাবে।

912

ইতিমধ্যেই সেই প্রস্তাব পেয়ে কলকাতা পুরসভা গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে ওই রিপোর্টে স্পষ্ট ভাবে জানানো হয়েছে।

1012

যদিও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে মেট্রো কর্তৃপক্ষের প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে। কারণ জলের পাইপলাইনের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং জটিল।

1112

সেক্ষেত্রে কাজ করার সময় সামান্য ক্ষতি হলে কলকাতায় জল সরবরাহের ক্ষেত্রে অনেক বড় সমস্যা তৈরি হতে পারে। তাই সেই চিন্তা করেই পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতার মেয়র।

1212

তবে এখনই ব্যারাকপুরের মেট্রো সম্প্রসারণ নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাচ্ছে না মেট্রো কর্তৃপক্ষ। কারণ সামনে একাধিক মেট্রো প্রকল্পের ডেডলাইন রয়েছে।

click me!

Recommended Stories