'বেসুরো' সুখেন্দু শেখর রায়কে তলব লালবাজারে, পুলিশ কুকুর নিয়ে পোস্ট করে বিপাকে তৃণমূল নেতা

সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের প্রধানের বিরুদ্ধে পোস্ট করার পর, তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করেছে লালবাজার। পুলিশের দাবি, আরজি করের ঘটনায় তিনি ভুল তথ্য ছড়িয়েছেন।

Saborni Mitra | Published : Aug 18, 2024 9:00 AM IST / Updated: Aug 18 2024, 03:26 PM IST

কলকাতা পুলিশের প্রধান বা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেফতার করার দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন সুখেন্দু শেখর রায়। তার ২৪ ঘণ্টাও কাটল না। লালবাজার থেকে তলব করা হল তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দ শেখর রাকে। রবিবার বিকেলের মধ্যেই তাঁকে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সুখেন্দু শেখরকে তলবের কারণও জানিয়েছে কলকাতা পুলিশ।

লালবাজার জানিয়েছে, সমাজমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করেছেন সুখেন্দু শেখর রায়। আর সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, একটি পোস্টে তিনি দাবি করেছেন, আরজি করের ঘটনার তিন দিন পরে সেখানে দিয়েছিল ডগস্কোয়াড। কেন এই বিলম্ব তা নিয়েও প্রশ্ন তুলেছিবেন তিনি। এদিন পুলিশ দাবি করেছে, আরজি করের ঘটনার পর সেখানে ডগ স্কোয়াড পৌঁছাতে মোটেও দেরি করেনি। কিন্তু কেন তিনি ভুল পোস্ট করেছেন- তা জানতেই তাঁকে তলব করা হয়েছে। আজ বিকেলেই হতে পারে জিজ্ঞাসাবাদ।

Latest Videos

যদিও আরজি করের ঘটনার পর থেকেই বেসুরো সুখেন্দু শেখর রায়। এদিনই তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লিখেছিলেন, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর লিখেছেন, 'সিবিআইকে সুষ্ঠুভাবে কাজ করতে হবে। প্রাক্তন প্রিন্সিপাল ও পুলিশ কমিশনারের হেফাজতে জিজ্ঞাসাবাদ কে এবং কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা আবশ্যক। কেন হলের দেয়াল ভেঙ্গে ফেলা হল, কারা রায়কে এত শক্তিশালী হতে পৃষ্ঠপোষকতা করেছিল, কেন তিন দিন পরে স্নিফার কুকুর ব্যবহার করা হয়েছিল। তার কথা বলুন'।

যদিও আগেই আরজি কর-কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছিলেন। গত বুধবার মেয়েদের রাত দখল কর্মসূচিতে মেয়ের বাবা হিসেবে পথে নামবেন বলে জানিয়েছিলেন। এবার তার থেকেও একধাপ এগিয়ে সরাসরি কলকাতার পুলিশ সুপার বিনীত গোয়েলকে গ্রেফতারের দাবি জানালেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তারপরই তাঁকে তলব করল লালবাজার।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today