আজ চতুর্থী। সকলেরই পুজোর প্রস্তুতি তুঙ্গে। কেউ কেউ আবার শুরু করে দিয়েছে পুজোর পরিক্রমা। তেমনই আবার অনেকে এখনও ভেবে যাচ্ছেন কীভাবে যাবেন ঠাকুর দেখতে। সুখবর রইল তাদের জন্য। এবার পুজো সফর হোক ট্রেনে চড়ে, শিয়ালদহ উত্তর-দক্ষিণ শাখায় রাতভর চলবে ট্রেন, বিশেষ ঘোষণা রেলের।