বিজেপিতে যোগদান করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন আসন থেকে লড়বেন তা নিশ্চিত করলেন না। মঙ্গলবার একথা সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন প্রাক্তন বিচারপতি।
বিজেপিতে যোগদান করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কোন আসন থেকে লড়বেন তা নিশ্চিত করলেন না। মঙ্গলবার একথা সংবাদমাধ্যমের সামনে ঘোষণা করেন প্রাক্তন বিচারপতি। আজই নিজের ইস্তফাপত্র ডাকযোগে রাষ্ট্রপতি দ্রৌপদী র্মুর্মু এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি। দেখা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গে। তারপর সল্টলেকে নিজের বাড়িতে চলে আসেন। সেখানেই তাঁর সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।
বিজেপিতে কেন যোগ দিলেন?
বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, 'বিজেপি একমাত্র সর্বভারতীয় দল। যে দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে।' সেইসঙ্গে তিনি জানান, এই রাজ্যে একমাত্র বিজেপিই হল সর্বভারতীয় দল। তিনি আরও বলেন আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছি। শীঘ্রই যোগদান করব। সম্ভবত ৭ মার্চ যোগ দেব। কোন আসন থেকে আমি লড়াই করব, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বিজেপির শীর্ষনেতৃত্ব। এই বিষয়ে কিছু জানি না। আমি টিকিট পাই বা না পাই, আমি বিজেপির নীতি রূপায়ণের কাজ করব।
কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শেষদিন ছিল সোমবার। তাঁর হাতে যে মামলাগুলি ছিল, সেগুলি ছেড়ে দেন তিনি। তারইমধ্যে আবেগে ভেসে যান মামলাকারীদের একাংশ। অনেকের চোখে জলও দেখা যায়।
মঙ্গলবার তিনি জানালেন, 'শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে, অপমানজনক কথাবার্তা বলেছে। তাদের এই ধরনের মন্তব্যই আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে'। সেই সঙ্গে তাঁর চাঁচাছোলা মন্তব্য, 'তৃণমূলের সংস্কৃতিই হল বিচারপতিকে আক্রমণ করা'
অনেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বামমনস্ক বলেই মনে করতেন। তাহলে কেন সিপিআইএমে যোগ দিলেন না ? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, তিনি 'ওপরওয়ালায় বিশ্বাসী'।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।