‘পুলিশকে স্যালুট জানাই, সংযত থেকেছে...’- ‘নবান্ন অভিযানে’ পুলিশের ভূমিকা নিয়ে মমতার প্রশংসা

এই ঘটনার পর সাধারণ মানুষের পরিবর্তে পুলিশের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালুট জানালেন পুলিশকে।

Sayanita Chakraborty | Published : Aug 28, 2024 8:52 AM IST

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও মঙ্গলবার ‘নবান্ন অভিযান’ কর্মসূচিতে পুলিশি সন্ত্রাস-র অভিযোগ তুলে আজ বাংলা জুড়ে বনধের আহ্বান জানিয়েছে বিজেপি। এদিক সকাল থেকে বিভিন্ন জেলায় উত্তপ্ত পরিস্থিতির খবর মিলছে। এই আবহেই ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হল। যেখানে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

বক্তব্য রাখেন ‘নবান্ন অভিযান’ কর্মসূচি নিয়েও। গতকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ-র ডাকা নবান্ন অভিযানে তুলকালাম পরিস্থিতির কথা সকলের জানা। পুলিশ কীভাবে সাধারণ মানুষের অভিযান বানচাল করার জন্য প্রচেষ্টা চালিয়েছে তা দেখেছেন সকলে। ঘটনায় সাধারণ মানুষ ও পুলিশের সংঘর্ষের কথা কারও অজানা নয়। পুলিশের ছোঁড়া জল কামান ও কাঁদানে গ্যাস ও লাঠি চার্জের দৃশ্য বারে বারে দেখা গিয়েছে টিভির পর্দায়।

Latest Videos

এই ঘটনার পর সাধারণ মানুষের পরিবর্তে পুলিশের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্যালুট জানালেন পুলিশকে।

আজ ধর্মতলার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশের মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশের ভূমিকার প্রশংসা করলেন। মঙ্গলবার নবান্ন অভিযানে পুলিশ সংযত থেকেছে বলে জানান মমতা। মমতার কথায় আমি কালকের জন্য পুলিশকে স্যালুট জানাই। সংযত থেকেছে। নিজের রক্ত দিয়েছে। কিন্তু, বিজেপির চক্রান্তে পা দেয়নি।

একদিকে আরজি কর কাণ্ডে ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উৎসর্গ করছেন তেমনই দিলেন বিশেষ বার্তা। বনধ নিয়ে বিশেষ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কীসের বনধ। যদি বনধ করতে হয় তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বনধ করো। যিনি আজ পর্যন্ত শুধু এজেন্সি লাগিয়ে মানুষের ওপর অত্যাচার করা ছাড়া আর কিছুই করেনি।

 

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর