ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বললেই এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই অভিযোগ তুলে সরব হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামেন তিনি। সঙ্গে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
28
মিছিল থেকেই সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে
এদিন কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তৃণমূল সুপ্রিমো। কড়া নিরাপত্তায় মোড়া কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে থেকেই গলা চড়ান বিজেপির বিরুদ্ধে। গেরুয়া শিবিরকে দেখে নেওয়ার হুঁশিয়ারী মুখ্যমন্ত্রীর।
38
বিভেদের রাজনীতিj অভিযোগ
এদিন ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হতেই বৃষ্টি মাথায় মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘’আমরা সব ভাষাকেই সম্মান করি। যারা ভারতের নাগরিক, তাঁদের সকলকে আমরা সম্মান করি। কিন্তু বাঙালির অপমান মানব না। অত্যাচার সহ্য করা হবে না। বিজেপি বরাবর বিভেদের রাজনীতি করে, ভাষা বিভেদের রাজনীতি করা হচ্ছে।''
বুধবার মিছিল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি ঠিক করেছি, আরও বেশি করে বাংলায় কথা বলব। ক্ষমতা থাকলে আমাকেও ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিন। বিজেপি, খেলা হবে! শুধু অপেক্ষা করুন।"
58
বিজেপির বিরুদ্ধে স্লোগান
"বিজেপি, ছি ছি" স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ পথ। যেখানে অবিরাম বৃষ্টির মধ্যেই তৃণমূল সুপ্রিমো ও অন্যান্য নেতৃত্ব হেঁটেছেন। এই পদযাত্রা ঘিরে প্রায় ১৫০০ পুলিশ কর্মী গোটা পথ জুড়ে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিলেন।
68
বিজেপি সরকারের নির্দেশিকাকে চ্যালেঞ্জ
বিজেপি সরকারের একটি বিতর্কিত নির্দেশিকাকে তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন যে, তাঁর দল এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করবে। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যেখানে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
78
বাংলায় কথা বললেই গ্রেফতারি?
এদিনের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলে বলেন যে , "বিজেপি সরকার একটি নোটিফিকেশন জারি করেছে, যেখানে বলা হয়েছে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে রাখতে। এটা সব বিজেপি-শাসিত রাজ্যে পাঠানো হয়েছে। আমরা সেই নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করব। আপনারা কি সব বাংলাভাষীকে জেলে পাঠাবেন?"
88
কেন্দ্রকে মমতার কড়া আক্রমণ
"পশ্চিমবঙ্গের নাগরিকদের আইডি কার্ড আছে। তাঁদের দক্ষতা আছে বলেই তাঁরা অন্য রাজ্যে কাজ করছেন। তাদের দিয়ে কাজ করাবেন, আর যখনই বাংলা বলবে তখনই গ্রেফতার করবেন? এই অধিকার আপনাদের কে দিয়েছে? বাংলা কি ভারতের অংশ নয়?" বুধবারের জনসভা থেকে তীব্র ক্ষোভের সঙ্গে গেরুয়া শিবিরের উদ্দেশে এই প্রশ্ন ছুঁড়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।