'শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়,' দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

Published : Sep 20, 2025, 11:03 PM IST
Chaitanya Mahaprabhu

সংক্ষিপ্ত

Chaitanya Mahaprabhu: বাংলার ভক্তিবাদের অন্যতম নায়ক শ্রীচৈতন্য মহাপ্রভু। তিনি সারা বাংলায় ভক্তির জোয়ার এনেছিলেন। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে চৈতন্যদেবের তুলনা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

DID YOU KNOW ?
শ্রীচৈতন্য মহাপ্রভু
বাংলার অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব শ্রীচৈতন্য মহাপ্রভু। আজও তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Mamata Banerjee: সারদা দেবীর (Sarada Devi) পর শ্রী চৈতন্য মহাপ্রভু (Chaitanya Mahaprabhu)। ফের বাংলার প্রাতঃস্মরণীয় আধ্যাত্মিক ব্যক্তিত্বের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানা হল। তৃণমূল বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji) দাবি করেছিলেন, ‘পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যাতত্ত্বে যে, সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে, সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনিই মা সারদা।’ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) দাবি করেন, 'চৈতন্যর যদি কোনও সার্থক উত্তরাধিকার এই মুহূর্তে বাংলায় থেকে থাকেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।' এবার শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী হিসেবে মুখ্যমন্ত্রীকে তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের (AITC) রাজ্যসভার সাংসদ (Rajya Sabha MP) ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। প্রাক্তন বাম নেতা ঋতব্রতর এই দাবি নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

কী দাবি ঋতব্রতর?

শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা (SIR), বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা ছিল। সেখানেই ঋতব্রত বলেন, 'শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী ছিলেন লালন ফকির (Lalon)। লালন ফকিরের উত্তরাধিকারী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। এখন শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে পথে চলেন, তার সঙ্গে লাখো লাখো মানুষ চলেন।' সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, ‘আপনি যদি বলেন, প্রথম মিছিল কে করেছিলেন, আমি বলব শ্রীচৈতন্যদেব। তিনি জাতপাত, ধর্মের বাধা ভেঙে দিয়েছিলেন । তিনি যে পথে চলতেন লাখ মানুষ সেই পথে চলতেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যে পথে চলেন লাখো মানুষ সেই পথে চলেন। শ্রীচৈতন্যদেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়।’

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি তৃণমূল কংগ্রেসের

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি-কে (BJP) টেক্কা দিতে বাংলা ও বাঙালি ইস্যুর উপর জোর দিচ্ছে শাসক দল। এরই মধ্যে মুখ্যমন্ত্রীকে মণীষীদের সঙ্গে তুলনা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৫০০
৫০০ বছরেরও বেশি সময় আগে বাংলায় জন্মান শ্রীচৈতন্যদেব
বাংলায় ভক্তিবাদের প্রচারক শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করা হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

দেশজুড়ে IndiGo-র বিমান বিভ্রাট, কলকাতা বিমানবন্দরেও চরম দুর্ভোগের শিকার যাত্রীরা
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে