
Mamata Banerjee: রাজ্যের অন্যতম সেরা সুপারস্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে (SSKM Hospital Kolkata) নতুন উডবার্ন ওয়ার্ডের (Woodburn Ward) উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই নতুন ওয়ার্ডের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ১০ তলা এই ভবন তৈরি করতে ৬৭ কোটি টাকা খরচ হয়েছে। এই নতুন ওয়ার্ডের নাম রাখা হয়েছে 'অনন্য'। মুখ্যমন্ত্রীই এই নামকরণ করেছেন। তিনি জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের নতুন ভবনে ১৩১টি কেবিন থাকছে। কোন কেবিনের ভাড়া কত টাকা, সে কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রতিদিন সিঙ্গল কেবিনের ভাড়া হিসেবে দিতে হবে পাঁচ হাজার টাকা। সিঙ্গল স্যুইটের জন্য রোজ আট হাজার টাকা করে ভাড়া দিতে হবে। এইচডিইউ পরিকাঠামো যুক্ত শয্যার ভাড়া প্রতিদিন ১২ হাজার টাকা করে। প্রতিদিন আইটিইউ শয্যার ভাড়া ১৫ হাজার টাকা করে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, সব ধরনের কেবিনের ক্ষেত্রে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ রোজের হিসেবে দু'হাজার টাকা করে বেশি ভাড়া নির্ধারণ করেছিলেন। তবে তিনি ভাড়া কমানোর নির্দেশ দেন।
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন ওয়ার্ডে যে পরিকাঠামো তৈরি করা হয়েছে, অনেক বেসরকারি হাসপাতালের চেয়ে ভালো। তিনি আরও বলেন, এসএসকেএম হাসপাতালে যে মানের চিকিৎসা এবং সুবিধা পাওয়া যাচ্ছে, বেসরকারি হাসপাতালগুলিতে সেই একই পরিষেবা পাওয়ার জন্য রোগীদের অনেক বেশি টাকা দিতে হয়। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালে এবার অত্যাধুনিক পদ্ধতিতে রোবোটিক সার্জারি করা হবে। কর্ড ব্লাড তৈরি করা হচ্ছে। এর ফলে অনেক রোগীকে সুস্থ করে তোলা সম্ভব হবে।
মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন করার পাশাপাশি আরও ১৪টি প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তিনি তিনটি প্রকল্পের শিলান্যাসও করেন। শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে তৈরি হয়েছে বোন ব্যাঙ্ক। তার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি খিলাফত কমিটির উদ্যোগে নির্মিত ভবনেরও উদ্বোধন করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।