উপনির্বাচনের মুখে 'লক্ষ্মী ভাণ্ডার' নিয়ে বিশেষ বার্তা মমতার, তবে কি বাড়বে ভাতার টাকা?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। অন্যান্য রাজ্যে শুধুমাত্র নির্বাচনের প্রতিশ্রুতি দেয়।

Sayanita Chakraborty | Published : Nov 12, 2024 7:58 AM
110

১৩ নভেম্বর বাংলার ৬ কেন্দ্রে উপনির্বাচন। আর ২৩ নভেম্বর ফল প্রকাশ। সে কারণে তার আগে একাধিক কর্মসূচি আছে মমতার। সেখানে গিয়েই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মন্তব্য করেন।

210

কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, বিজেপি নয়, ভোট দিন তৃণমূল কংগ্রেসকেই। বাগডোগরা বিমানবন্দরে নেমেও এই একই সুর শোনা গেল মুখ্যমন্ত্রী গলায়। সঙ্গে মন্তব্য করেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে।

310

তিনি বলেন, মহারাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। ভারতের কোনও রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রতি মাসে টাকা দেয় না।

410

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, একমাত্র বাংলাতেই মহিলাদের জন্য প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয়। অন্যান্য রাজ্যে শুধু প্রতিশ্রুতিই দেওয়া হয়। টাকা মেলে না।

510

এখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে বলে প্রচার চলছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

610

তিনি বলেন, প্রচারের জন্য রাজনৈতিক দলগুলো অসত্য প্রতিশ্রুতি দেয়। অন্য কোনও রাজ্যের বিষয় টিপ্পনি কাটতে চাই না। নির্বাচনের আগে এ সব মন্তব্য করা উচিত নয়। তবে, নিশ্চয়ই চাইব যেন মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেন।

710

এদিকে মহরাষ্ট্রে লক্ষ্মীর ভাণ্ডারের মতো লাডল বাহিন প্রকল্প আছে। তাতে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়া হয.

810

এবার একনাথ শিন্ডে প্রতিশ্রুতি দেন, বিধানসভা নির্বাচনে জিতলে এই ভাতা ১৫০০ থেকে হবে ২১০০ টাকা।

910

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি সব সময় চাই দার্জিলিং ভালো থাকুক। তরাই, ডুয়ার্স, চা বাগান ভালো থাকুক। সব মানুষ ভালো থাক। আমি কোনও রাজ্যের নির্বাচন নিয়ে মন্তব্য করব না। তবে আবেদন জানাব বিজেপিকে একটা ভোট না।

1010

এদিকে নির্বাচনের পর একনাথ শিন্ডে প্রতিশ্রুতি অনুসারে যদি লাডল বাহিন প্রকল্পের টাকা বাড়ে। তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়তে পারে বলে আশা রাখছেন অনেকে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos