আবার কপাল পুড়ল বিনীত গোয়েলের? RG Kar মামলার ৩ ঘণ্টা শুনানির পর বিস্ফোরক সঞ্জয় রায়
আবারও বিস্ফোরক আরজি কর হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায়। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে শিয়ালদহ কোর্ট থেকে বেরিয়ে রীতিমত তোপ দাগলের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। সরাসরি নিশানা করল তৎকালীন নগরপাল বিনীত গোয়েলের দিকে।
Saborni Mitra | Published : Nov 11, 2024 1:46 PM IST
আরজি কর মামলার শুনানি
সোমবারথেকে কড়া শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আরজি করের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ড মামলার শুনানি।
রুদ্ধদ্বার শুনানি
রুদ্ধদ্বার শুনানি হয়েছে। ক্যামেরায় রেকর্ড করা হয়েছে পুরো শুনানি। আজই ছিল প্রথম শুনানি। এবার থেকে লাগাতার শুনানি হবে।
দীর্ঘ শুনানির পর কোর্ট থেকে বেরিয়ে রীতিমত বিস্ফোরক সঞ্জয় রায়। এবার তিনি সরাসরি নিশানা করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।
সঞ্জয় কী বললেন
শুনানির পর শিয়ালদহ আদালত থেকে বেরিয়েই সঞ্জ চিৎকার করে নিশানা করেন বিনীত গোয়েলকে। তিনি বলেন, 'বিনীত গোয়োল আমাকে সাজিশ ( ষড়যন্ত্র) করে ফাঁসিয়েছে।'
নিশানায় বিনীত গোয়েল ও সরকার
আমাকে কোনও কথা বলতে দেয়নি। বড় বড় অফিসার সব! আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল, ডিসিডিডি স্পেশ্যাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। আমাদের সরকারও ওদের সমর্থন করেছে।
আগে সঞ্জয়ের বার্তা
এর আগে গত সপ্তাহে আদালতের বাইরে সঞ্জয় তোব দাগেন। বলেন, 'আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে। সরকার ও ডিপার্টমেন্ট তাঁকে ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।'
তিন ঘণ্টার শুনানি
এদিন তিন ঘণ্টা ধরে আরজি কর মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি হয়।
ইন ক্যামেরা শুনানি
আরজি কর হত্যাকণ্ডের ইন ক্যামেরা শুনানি হয়েছিল। তাই আদালত থেকে বেরিয়েও কেউ কোনও কথা বলেননি। একমাত্র সঞ্জয় রায়ই নিশানা করেন বিনীত গোয়েলকে।
আদালতে ছিলেন
সোমবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার বাবা হাজির ছিলেন। আর ছিলেন নির্যাতিতার এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়।