আবার কপাল পুড়ল বিনীত গোয়েলের? RG Kar মামলার ৩ ঘণ্টা শুনানির পর বিস্ফোরক সঞ্জয় রায়

আবারও বিস্ফোরক আরজি কর হত্যাকাণ্ডে ধৃত সঞ্জয় রায়। প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষে শিয়ালদহ কোর্ট থেকে বেরিয়ে রীতিমত তোপ দাগলের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। সরাসরি নিশানা করল তৎকালীন নগরপাল বিনীত গোয়েলের দিকে।

 

Saborni Mitra | Published : Nov 11, 2024 1:46 PM IST
110
আরজি কর মামলার শুনানি

সোমবারথেকে কড়া শিয়ালদহ আদালতে শুরু হয়েছে আরজি করের তরুণী চিকিৎসক খুন ও হত্যাকাণ্ড মামলার শুনানি।

210
রুদ্ধদ্বার শুনানি

রুদ্ধদ্বার শুনানি হয়েছে। ক্যামেরায় রেকর্ড করা হয়েছে পুরো শুনানি। আজই ছিল প্রথম শুনানি। এবার থেকে লাগাতার শুনানি হবে।

310
মূল অভিযুক্ত

আরজি কর হত্যামামলার মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। কড়া নিরাপত্তায় এদিন নিয়ে আসা হয় কোর্টে।

410
বিস্ফোরক সঞ্জয়

দীর্ঘ শুনানির পর কোর্ট থেকে বেরিয়ে রীতিমত বিস্ফোরক সঞ্জয় রায়। এবার তিনি সরাসরি নিশানা করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে।

510
সঞ্জয় কী বললেন

শুনানির পর শিয়ালদহ আদালত থেকে বেরিয়েই সঞ্জ চিৎকার করে নিশানা করেন বিনীত গোয়েলকে। তিনি বলেন, 'বিনীত গোয়োল আমাকে সাজিশ ( ষড়যন্ত্র) করে ফাঁসিয়েছে।'

610
নিশানায় বিনীত গোয়েল ও সরকার

আমাকে কোনও কথা বলতে দেয়নি। বড় বড় অফিসার সব! আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল, ডিসিডিডি স্পেশ্যাল সাজিশ করে আমাকে ফাঁসিয়েছে। আমাদের সরকারও ওদের সমর্থন করেছে।

710
আগে সঞ্জয়ের বার্তা

এর আগে গত সপ্তাহে আদালতের বাইরে সঞ্জয় তোব দাগেন। বলেন, 'আসলদের বাঁচানোর জন্য আমাকে ফাঁসানো হয়েছে। সরকার ও ডিপার্টমেন্ট তাঁকে ভয় দেখাচ্ছে বলেও দাবি করেছিলেন তিনি।'

810
তিন ঘণ্টার শুনানি

এদিন তিন ঘণ্টা ধরে আরজি কর মামলার রুদ্ধদ্বার শুনানি হয়। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি হয়।

910
ইন ক্যামেরা শুনানি

আরজি কর হত্যাকণ্ডের ইন ক্যামেরা শুনানি হয়েছিল। তাই আদালত থেকে বেরিয়েও কেউ কোনও কথা বলেননি। একমাত্র সঞ্জয় রায়ই নিশানা করেন বিনীত গোয়েলকে।

1010
আদালতে ছিলেন

সোমবার শিয়ালদহ আদালতে নির্যাতিতার বাবা হাজির ছিলেন। আর ছিলেন নির্যাতিতার এক প্রতিবেশী সঞ্জীব মুখোপাধ্যায়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos