- Home
- West Bengal
- West Bengal News
- মমতার কেন্দ্র ভবানীপুরে ৪৫ হাজার নাম বাদ, ঘর গোছাতে BLA-দের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
মমতার কেন্দ্র ভবানীপুরে ৪৫ হাজার নাম বাদ, ঘর গোছাতে BLA-দের বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
Bhabanipur-এ বিএলওদের বাড়ি বাড়ি গিয়ে ক্রুটিনির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কেন্দ্রে ৪৫ হাজার নাম গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে।

SIR নাম বাদ
আজ SIR-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। রাজ্যে এপর্যন্ত প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। তালিকায় নাম রয়েছে ৭ কোটিরও বেশি ভোটারের নাম। কিন্তু নির্বাচন কমিশন সূত্রের খবর এবার শুরু হবে ঝাড়াইবাছাই আর শুনানি। কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই নজর কেড়েছে রাজ্যে হটসিট ভবানীপুর।
নজরে ভবানীপুর
নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পরই নজরে পড়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। কারণ এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র। তাঁর বাড়িও বটে। তাই আগে থেকেই এই কেন্দ্র নিয়ে আলোচনা হয়েছিল। তালিকা প্রকাশের পর আলোচনা আরও বেড়ে গেল।
নাম বাদ ৪৫ হাজার
নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই দেখা যায় ভবনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ৪৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি তড়িঘড়ি বৈঠকেও বসেন। বিরোধীদের কথায় ঘর গোছাতে শুরু করেছেন মমতা।
মমতার নির্দেশ
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন থেকে কালীঘাটের বাসভবনে ফিরে ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূলের বিএলএ-দের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁদের বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করে দেখার নির্দেশও দিয়েছেন মমতা। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, খসড়া তালিকা প্রকাশের পরই নিজের ঘর গোছাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়।
নির্বাচন কমিশনের তথ্য
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ২৯৫। এসআইআর-এ রয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯। অর্থাৎ বাদ গিয়েছে ৪৪ হাজার ৭৮৬ জনের নাম। অর্থাৎ মোট ভোটারের প্রায় ২১.৭১ শতাংশ নাম বাদ গিয়েছে।

