SIR আতঙ্কে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু। বাবার নাম ভুল থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক তৃণমূলের বিএলএ-র। প্রবল আতঙ্ক মালদায়।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে তীব্র SIR আতঙ্কে ফের এক তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট (BLA-2) কর্মীর মৃত্যুর ঘটনা ঘটল বলে অভিযোগ। মালদার কালিয়াচকে এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে।
TMC কর্মীর মৃত্যু
মৃত তৃণমূল কর্মীর নাম বরকত শেখ (৩২), বাড়ি কালিয়াচকের চকসেহেরদি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ কালিয়াচক বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
SIR-এ ভুল তথ্য
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রশুল শেখের পরিবর্তে শুধু 'শেখ' লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়। তারপর থেকেই চিন্তিত হয়ে পড়েন বরকত শেখ।
জানা গিয়েছে, এই ত্রুটি দেখতে পেয়েই বরকত শেখ দ্রুত বিডিও অফিসে ছুটে আসেন। কিন্তু সেখানেও তিনি কোনও সদুত্তর পাননি। এমনকি তাঁর নাম সংশোধন হবে বা তালিকায় উঠবে— এমন কোনও নিশ্চয়তাও তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে আসতেই হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিক-বিদিক থেকে তৃণমূল কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গেই বৈষ্ণবনগর থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে ভিড় নিয়ন্ত্রণ করে।


