বিবাহিত কিন্তু স্বামী বা স্ত্রী চাকরি করেন না, এদের ক্ষেত্রে ফর্মে “My wife/husband IS NOT IN SERVICE…”। অপশন নির্বাচন করে ‘Save & Forward to Approver’-এ ক্লিক করতে হবে। আর বিবাহিত এবং স্বামী বা স্ত্রী চাকরিজীবী হলে দ্বিতীয় অপশনটি নির্বাচন করে স্বামী বা স্ত্রীর অফিসের নাম, ঠিকানা, বর্তমান বেতন এবং তিনি কত টাকা HRA পান—এই তথ্যগুলি পূরণ করতে হবে। এরপর ‘Save & Forward to Approver’এ ক্লিক করলে আবেদন জমা হয়ে যাবে।