কোন পথে ভোটের ভবিষ্যত? বঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

Published : Jan 05, 2026, 04:24 PM IST

Wb Assembly Election 2026: পড়ে গিয়েছে নতুন বছর ২০২৬। মাস চারেক পর বেজে যাবে ভোটের বাদ্যি। আর বঙ্গ বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায় তারজন্য আগাম একগুচ্ছ পরিকল্পনা জাতীয় নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা।

25
বৈঠকে যোগ দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যের তরফে ওই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসারও। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভোটমুখী আরও পাঁচটি রাজ্যের সিইও দের সঙ্গেও আলাদা করে আলোচনা করা হবে।

35
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

এই বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পরিচালনার প্রস্তুতি এবং বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে কত সংখ্যায় এবং কোন কোন এলাকায় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়েও প্রাথমিক রূপরেখা তৈরি করা হতে পারে এই বৈঠকে ।

45
নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজরদারি

এছাড়াও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজরদারি ব্যবস্থা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ বাহিনী চলাচলের রুট ম্যাপ এবং ভোটগ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পাবে বলে কমিশন সূত্রে খবর ।

55
বিধানসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার পরিকল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে এখন থেকেই সক্রিয় কমিশন।

Read more Photos on
click me!

Recommended Stories