বিরাট ঘোষণা মমতার! অবসর নিলেই মিলবে ৫ লক্ষ টাকা? মোট কত টাকা হাতে আসবে?

Published : Jan 27, 2025, 10:43 AM IST

সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সংবাদ। এবার নাকি অবসর নিলেই মিলবে অতিরিক্ত ৫ লক্ষ টাকা! কারা পাবেন এই টাকা? অবসর নিলে তাহলে মোট কত টাকা হাতে আসবে ? জেনে নিন গোটা হিসেব।

PREV
111

পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মুখে খুশির হাসি

211

দারুণ সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

311

এবার নাকি অবসর নিলেই মিলবে অতিরিক্ত ৫ লক্ষ টাকা!

411

কারা পাবেন এই টাকা? অবসর নিলে তাহলে মোট কত টাকা হাতে আসবে? জেনে নিন গোটা হিসেব।

511

আগেই জানানো হয়েছিল যে অবসরের সময়ে এককালীন টাকার পরিমাণ ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে।

611

এবার সেই টাকা দেওয়ার প্রক্রিয়ায় যাতে আর বেশি দেরি না হয় তার জন্য ইতিমধ্যেই কাজ করতে শুরু করে দিয়েছে মমতা বন্দোপাধ্যায়ের সরকার।

711

এদিকে নতুন বছরে এই সংক্রান্ত আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

811

বলা হচ্ছে, নাকি এই উদ্যোগের ফলে কর্মীরা যেদিন অবসর নেবেন, সেদিনই এই অনুদান পেয়ে যাবেন।

911

এ বার থেকে ডিরেক্টরেট ও তার সমতুল্য সংস্থাগুলি এইচআরএমএসের মাধ্যমে ‘‌টার্মিনাল বেনিফিট’‌ পেতে অনলাইনেই আবেদন করা যাবে। সবথেকে বড় কথা, গোটা প্রক্রিয়ায় যাতে দেরি না হয় তাও দেখা হচ্ছে।

1011

সকলে যাতে এককালীন আর্থিক অনুদান সঙ্গে সঙ্গে পেয়ে যায় সেটার জন্য উদ্যোগী হয়েছে রাজ্যের অর্থ দফতর। জারি করা হয়েছে বিজ্ঞপ্তিও।

1111

২০২৪ সালে পশ্চিমবঙ্গ সরকার উচ্চ মাধ্যমিকের চুক্তিভিত্তিক শিক্ষক, প্যারা শিক্ষক, এসএসকে এবং এমএসকে শিক্ষক, একাডেমিক সুপারভাইজার, আশা কর্মী, অবৈতনিক স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়ক, সিভিক ভলেন্টিয়ার, গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক, হোমগার্ড এবং সহায়ক দমকল অপারেটর সহ বিভিন্ন শ্রেণির কর্মীদের জন্য টার্মিনাল সুবিধা বাড়ানোর ঘোষণা করে।

Read more Photos on
click me!

Recommended Stories