Weather News: দিনের বেলায় বাড়ছে তাপমাত্রা, বিকেলের পর জেলায় বৃষ্টিপাত, জেনে নিন আজকের আবহাওয়ার খবর

Published : Apr 11, 2024, 07:25 AM IST
hot weather kolkata bengal heatwave

সংক্ষিপ্ত

প্রায় সমস্ত জেলার তাপমাত্রার বেড়েছে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মত। কলকাতার তাপমাত্রা ছিল ৩৮ডিগ্রি। মালদহেরও তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া দফতরের মতে বিকেলের পর হালকা বৃষ্টিপাতের জেরেই ভোরের দিকের থাকছে আরামদায়ক আবহাওয়া। বেলা বাড়তেই বাড়তে দাবদাহ। প্রায় সমস্ত জেলার তাপমাত্রার বেড়েছে ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মত। কলকাতার তাপমাত্রা ছিল ৩৮ডিগ্রি। মালদহেরও তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা না কমলেও মিলেছে স্বস্তি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ এর মধ্যেই থাকবে, সর্বনিন্ম ২৮ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহ থেকেই বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। এদিকে সোমবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। উত্তরবঙ্গ ও দক্ষিনের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির জেরেই দিন শুরু হচ্ছে মনোরম ভাবেই। ফলে মানুষেরও মিলেছে স্বস্তি।

বৃষ্টির দাপট থাকলেও এখন আর তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির মধ্যেই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গের সমতল ও ডুয়ার্স এলাকার তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৬ ডিগ্রির আশেপাশে। কালিম্পং-এ ২৩ আর দার্জিলিং-এ ১৯ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

পূর্ব রেলের বাকি অংশেও লাগছে 'কবচ', যাত্রী সুরক্ষায় বিরাট পদক্ষেপ
কলকাতায় বাথরুম থেকে উদ্ধার BLO-র ঝুলন্ত দেহ, TMC-র বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ