বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে নাম না করে কেন্দ্রকে নিশানা মমতার, তুলে ধরলেন রাজ্যের অবস্থা

মঙ্গলবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়েদেন বাংলায় বিনিয়োগের সুবিধেগুলি।

 

বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই কেন্দ্রের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি কেন্দ্র বা বিজেপির নাম করেননি একবারও। মঙ্গলবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানেই তিনি স্পষ্ট করে জানিয়েদেন বাংলায় বিনিয়োগের সুবিধেগুলি। পাশাপাশি শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। তবে এই মঞ্চ থেকেই তিনি কেন্দ্র সরকার ও রাজ্যের প্রধান বিরোধী দলকে নিশানা করেন।

মনতা বলেন, এই রাজ্যের পরিবেশ শিল্প বান্ধব। কিন্তু রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও বিজেপির নাম না করে নিশানা করেন। তিনি বলেন, এই রাজ্যে তাঁর সরকার কোনও ডিভাইড অ্যান্ড রুল পলিসি গ্রহণ করেনি। কথা প্রসঙ্গে মমতা বিবেকানন্দের কথাও তুলে ধরেন। মমতা বলেন, 'আপনি নিজেকে শক্তিশালী মনে করলে আপনি শক্তিশালী। দুর্বল ভাবলে আপনি দুর্বল।' তিনি তারপরই বলেন, কিছু রাজনৈতিক দল বাংলার বদনাম করার জন্যই বারবার বলছে বাংলায় রাজনৈতিক সন্ত্রাস হয়েছে। কিন্তু সেটা সত্যি নয় বলেও দাবি করেন মমতা। তিনি শিল্পপতিদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, 'বাংলায় এত কাজ হল কি করে। '

Latest Videos

এদিন মমতা নাম না করে কেন্দ্র সরকারকেও আক্রমণ করেন। বলেন, জিএসটি বাবদ প্রাপ্য টাকা কেন্দ্রের কাছ থেকে পাচ্ছে না বাংলা। রাজ্য কর নিতে পারে না। কেন্দ্র আদায় করে বাংলাকে করের টাকা দেয়। তারপরই মমতা আক্ষেপের সুরে বলেন, 'আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে না আমরা নিজেদের অংশ পাচ্ছি না। ১০০ দিনের কাজের টাকাও পাচ্ছি না। শ্রমিকরা বেতন পাচ্ছে না।'

এদিন মমতা শিল্পের জন্য রাজ্য কীকী পদক্ষেপ গ্রহণ করেছে তাও তুলে ধরেন । তিনি বলেন, রাজ্য ১২টি পদক্ষেপ করতে চেয়েছে। যা বাংলার ক্ষেত্রে গেম চেঞ্জার হয়ে উঠবে। তিনি বলেন রাজ্য সরকার চা বাগানের জমির ১৫ শতাংশের ওপর হোটেল তৈরির ছাড়পত্র দিয়েছে। মমতা জানিয়েদেন, তাজপুর সমুদ্র বন্দর, ডেউচা পাঁচামিতে কয়লা খনু, রানিগঞ্জে প্রাকৃতিক গ্যাস উৎপাদন- এই কাজগুলি করছে রাজ্য সরকার।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari