Weather Update: দুর্যোগ কাটতেই হিমেল পরশ বাংলার বাতাসে, নভেম্বরেই কি পড়তে পারে জাঁকিয়ে শীত?

Published : Nov 19, 2023, 06:52 AM ISTUpdated : Nov 19, 2023, 06:59 AM IST
Winter in New Year kolkata forecast of Meteorological Department

সংক্ষিপ্ত

ঘূর্বিঝড় দুর্বল হয়ে গেলেও কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

দুর্যোগ কাটতেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা বঙ্গে। শনিবার থেকেই ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়েছে, তবে শনিবার দিনভর মেঘলা ছিল শহরের আকাশ। তবে ররিবার ভোর থেকেই মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ ওঠারও সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই ধীরে ধীরে ঠান্ডা বাতাসের প্রভাব বেড়েছে, শনিবার থেকেই আরও কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, রবিবার আরও কিছুটা নামতে পারে পারদ। আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপূর্ব এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গেছে ঘূর্ণিঝড় মিধিলি। বর্তমানে এটি পরিণত হয়েছে অতি গভীর নিম্নচাপে। এই নিম্নচাপের প্রভাবেই শনিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছিল। তবে রবিবার দিনভর রোদ ঝলমলে দিন থাকনে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

ঘূর্বিঝড় দুর্বল হয়ে গেলেও কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবারও ভোর থেকেই ঘন কুয়াশা দেখা শহরে। আলিপুর জানাচ্ছে রবিবার রাতের ও দিনের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। রবিবার শহরের সর্বচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াযাসের কাছাকাছি। অন্যদিকে সর্বোনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা গতকালের তুলনায় ১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ৭৭শতাংশ।

নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গে মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে, পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস নেই। তাপমাত্রার কোনও বড়সড় হেরফের হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর