Durga Puja 2024: 'পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না', শ্রীভূমিতে গিয়ে উৎসবের সূচনা করে বললেন মমতা

Published : Oct 01, 2024, 06:49 PM ISTUpdated : Oct 01, 2024, 08:29 PM IST
Mamata Banerjee calls Hemant Soren asking him to handle manmade flood situation in Bengal bsm

সংক্ষিপ্ত

প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে উৎসবের সূচনা হয়। প্রত্যেকবার মমতা শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজোই উদ্বোধন করেন। 

শ্রীভূমি থেকেই উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শ্রীভূমি স্পোটিং ক্লাবে গিয়ে পুজোর উদ্বোধন করল না। কিন্তু উৎসবের সূচনা করলেন মমতা। কিন্তু কেন তিনি শ্রীভূমি ক্লাবের পুজো উদ্বোধন করলেন না তাও স্পষ্ট করে জানিয়ে দেন। মমতা বলেন, 'ধর্ম , শাস্ত্র - এসব আমিও কিছুটা জানি।' তারপরই তিনি বলেন, পিতৃপক্ষে কখনই দেবীর পুজোর উদ্বোধন করা য়ায় না। তাই তিনি উদ্বোধন করবেন না বলেও জানিয়ে দিলেন। তবে মমতা জনিয়েছেন, এদিন থেকেই হয়ে গেল উৎসবের সূচনা। মমতা আরও বলেন, 'আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন, মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মুখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নয়।'

প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে উৎসবের সূচনা হয়। প্রত্যেকবার মমতা শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজোই উদ্বোধন করেন। এবারও তার অন্যথা হয়নি। যদিও রাজ্যে ফুটপাথ জবরদখল নিয়ে বৈঠকে নাম না করে সুজিত বসুকে ধমক দিয়েছিলেন। সেসব এখন অতীত।।

মমতা ফের ডিভিসি-কে তোপ দাগলেন তিনি। মনে করিয়ে দিলেন, উৎসবের পাশাপাশি বন্যাদুর্গত মানুষদের সাহায্যের কথা ভুললে চলবে না। এখনও যাঁরা ত্রাণশিবিরে, তাঁদের জন্য শুকনো খাবারের প্যাকেট দিতে হবে, যাতে খাবারের অভাব না ঘটে। শ্রীভূমির পুজো হয় ভিআইপি লাগোয়া রাস্তায়। তা দমদম বিমানবন্দরে যাওয়ার রাস্তা। পুজোর দিনগুলিতে সেই রাস্তায় যানজট হয়। এনিয়ে আগেও সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন উৎসবের সূচনা করেও তা নিয়ে সতর্ক করলেন তিনি। বললেন, 'এই সময় অনেকে বিমানবন্দরে যাতায়াত করেন। তাঁদের জন্য ট্রাফিক খুব ভালোভাবে সামলানো দরকার। নিত্যযাত্রীদের যাতে অসুবিধা না হয়, সেদিকটা দেখতে হবে।'

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: India vs South Africa 4th T20 - সূর্যকুমার এবং গিলের জন্য মরণ-বাঁচন ম্যাচ! সিরিজ জিতবে ভারত?
এবার প্রবীণদের জন্য ভালো খবর, চালু হল Uber-এর সহজ ক্যাব বুকিং ফিচার