"বাংলায় আগুন লাগালে, আপনার গদি টলমল করে দেব.."- মেয়ো রোড থেকে মোদীকে হুঁশিয়ারি মমতার

Published : Aug 28, 2024, 05:03 PM IST
mamta

সংক্ষিপ্ত

মোদীবাবু আপনার দলকে দিয়ে আগুন লাগানোর চেষ্টা করছেন! মনে রাখবেন বাংলায় আগুন লাগলে আসাম থামবে না। উত্তরপ্রদেশও থামবে না, নর্থইষ্টও থামবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থামবে না। আমি আপনার গদি টলিয়ে দেবো।' 

বুধবার বিপেজির ডাকা বনধে অংশ না নেওয়ার জন্য মঙ্গলবার মমতা সরকার রাজ্যের জনগণকে আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দোপাধ্যায় বলেছেন, রাজ্য সরকার বুধবার কোনও বনধের অনুমতি দেবে না। এতে অংশগ্রহণ না করার জন্য আমরা জনগণের প্রতি আহ্বান জানাই। স্বাভাবিক জীবন যাতে বিঘ্নিত না হয় তার জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নেবে।

বুধবার মেয়ো রোডের জনসমাবেশ থেকে আরজি কর ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, "কেউ কেউ মনে করে এটা বাংলাদেশ! আমি বাংলাদেশকে ভালোবাসি। সে দেশ আমাদের ভাষায় কথা বলে। তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক। তবে মনে রাখবেন বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারত ভিন্ন দেশ। মোদীবাবু আপনার দলকে দিয়ে আগুন লাগানোর চেষ্টা করছেন! মনে রাখবেন বাংলায় আগুন লাগলে আসাম থামবে না। উত্তরপ্রদেশও থামবে না, নর্থইষ্টও থামবে না। বিহার-ঝাড়খণ্ড-দিল্লিও থামবে না। আমি আপনার গদি টলিয়ে দেবো।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'আমি বিজেপির মতো অত্যাচারী, অহংকারী, ষড়যন্ত্রকারী দল দেখিনি। প্রধানমন্ত্রী শুধুমাত্র এজেন্সি প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ঘটনার জন্য পদত্যাগ করেননি। গতকাল তারা লাশ চেয়েছে, পুলিশ সংযম দেখিয়েছে, রক্ত ​​দিয়েছে, ধৈর্য্য দেখিয়েছে, পুলিশকে স্যালুট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাটি দুর্ভাগ্যজনক, তারা ফাস্ট ট্র্যাকে ফাঁসি দিতে চেয়েছিল। ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডাকব এবং ধর্ষণবিরোধী বিল পাশ করব।'

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?