'মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যারা চাইছেন...', জনসমাবেশ থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

সন্দেশখালিতে যারা মাত্র ২০০০ টাকায় মহিলাদের মান সম্মান বিক্রি করে মহিলা নিরাপত্তা নিয়ে এই দলের কোনও কথা বলার অধিকার নেই। "

সোশ্যাল মিডিয়ায় আরজি কর ঘটনার প্রথম দিকেই এর তীব্র নিন্দা করে নিজের মতামত জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিজেপির প্রতিক্রিয়া নিয়ে আক্রমণ করেছেন। মেয়ো রোড থেকে তিনি বলেছেন, নারীর বিরুদ্ধে যতই হিংসা হোক, নারীর বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা হোক না কেন, বিজেপির এই কাজ করা একেবারেই সাজে না।

লাশ নিয়ে নোংরা রাজনীতি করেছে বিজেপি, তাদের মুখোশ বাংলার প্রতিটি জনগণের সামনে খুলে গিয়েছে। প্রকাশ পেয়েছে তাদের আসল চেহারা। সন্দেশখালিতে যারা মাত্র ২০০০ টাকায় মহিলাদের মান সম্মান বিক্রি করে মহিলা নিরাপত্তা নিয়ে এই দলের কোনও কথা বলার অধিকার নেই। " তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বুধবার মেয়ো রোডে এই মন্তব্য করেছেন অভিষেক।

Latest Videos

সেখানে তিনি আরও বলেন, "আরজিকরের দুর্ভাগ্যজনক ঘটনার বিচারের দাবি করছে সারা দেশের মানুষ। কিন্তু সেই ঘটনার ভিত্তিতে রাজনীতি করছে বা মমতার পদত্যাগ দাবি করছে বিজেপি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দলের ছোট-বড় নেতা, কর্মী, সমর্থক সবারই একই স্লোগান, ‘দাবী এক, দফা এক সিদ্ধান্ত, মমতার পদত্যাগ’। এর বিষয়েও সরব হন অভিষেক। তিনি বলেছেন, "যারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তাদের দেশের বিগত ১০ বছরের পরিসংখ্যান জানাতে হবে৷ এনসিআরবি-র তথ্য অনুযায়ী, গত ১০ বছরে মহিলাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে৷

মহিলাদের বিরুদ্ধে অত্যাচারের ঘটনা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান এবং চতুর্থ স্থানে রয়েছে মহারাষ্ট্র, গত ১০ বছরে উত্তর প্রদেশে ৪১,৭৩৩ টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, মধ্যপ্রদেশে ৩৬,১৪৪ টি, রাজস্থানে ২৮,০০০ টি এবং ২৫,০০০ টি ঘটনা ঘটেছে৷ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্র- এই চারটি রাজ্যেই বিজেপি ক্ষমতায় রয়েছে। আগে ওই চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের পদত্যাগ দাবি করে তারপর মমতার দিকে আঙুল তুলুন।

Share this article
click me!

Latest Videos

এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today