নববর্ষের প্রাক্কালে রাজ্যবাসীকে 'শুভনন্দন' জানালেন মুখ্যমন্ত্রী, দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

নববর্ষে অভিনন্দন নয় বরং এই বার নতুন বছরে বাংলার মানুষকে 'শুভনন্দন' জানালন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নববর্ষের সন্ধ্যায় দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নবর্ষের আগের সন্ধ্যায় কালীঘাটের মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় কালীঘাটের মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের জন্য এদিন পুজো দিলেন মুখ্যমন্ত্রী। ফুল মালায় নিষ্ঠাভরে মা কালীর পায়ের পুজো দিলেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি গোটা বিশ্বের সব দেশের মানুষের শান্তি, সমৃদ্ধির প্রার্থনাও করলেন তিনি। এদিন কালীঘটের মন্দির থেকেই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা। সকলকে নববর্ষের শুভেচ্ছাও জানান তিনি। নববর্ষে অভিনন্দন নয় বরং এই বার নতুন বছরে বাংলার মানুষকে 'শুভনন্দন' জানালন মুখ্যমন্ত্রী। অন্যদিকে নববর্ষের সন্ধ্যায় দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Latest Videos

শুক্রবার কালীঘাটের মন্দির থেকে সাংবাদিকদের মুখোমুখি হয় মমতা বলেন,'গোটা বিশ্বের তথা দেশের সব মানুষের জন্য সকলের পরিবারের জন্য আমি মা কালীর কাছে পুজো দিয়েছি। যাতে সবাই সুস্থ থাকে ভালো থাকে এবং সুন্দর থাকে।' পাশাপাশি তিনি আরও বলেন,'শুভ নববর্ষের শুভনন্দন। শুভেচ্ছা, ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা সকলকে, আসুন নব বৈশাকে বাংলার ঘরে ঘরে সুরভিত হোক, সুশভিত হোক। নতুন বছরে বিশ্বের দরবারে আরও প্রতিষ্ঠা পাক বাংলা।'

দক্ষিণেশ্বরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

অন্যদিকে একই দিনে দক্ষিণেশ্বরে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন, মন্দিরের অছি পরিষদের প্রধান কুশল চৌধুরী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, শুক্রবার বীরভূমের বেণীমাধব স্কুলের মাঠে সভা করছেন শাহ। অমিত শাহ-এর মুখে শোনা গেল বগটুইকাণ্ডের প্রসঙ্গ। পাশাপাশি উঠে এল সুকান্ত-শুভেন্দুর প্রশংসাও। ২০২৪-এর নির্বাচনে বঙ্গ বিজেপির টার্গেটও বেঁধে দিলেন তিনি। তাঁর কথায়,'বিধানসভায় ৭৭টি আসনে বাংলাকে জিতিয়ে দায়িত্ব বাড়িয়েছে বাংলা।' এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর নিশানায় ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন,'ওঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে হবে, তাহলে মোদীজিকে সমর্থন করুন।' পাশাপাশি মোদী সরকার আদিবাসীদের মাথায় করে রাখেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁর আমলেই ভারত প্রথম এক আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে বলে অমিত শাহের বক্তব্য। বাংলার মানুষদের উদ্দেশ্যে তিনি বলেন,'বাংলায় অনুপ্রবেশ থেকে দুর্নীতি সবকিছুর একটাই সমাধান। ডবল ইঞ্জিন সরকার।' ২০২৪-এর ভোটে বাংলার কাছে ২৫টি আসন চাইলেন অমিত শাহ। তাহলেই ২০২৫-এর আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে মুছে ফেলা যাবে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন - 

'বিশ্ববিদ্যালয়ের নৈতিক আচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ই', ফের ব্রাত্যর নিশানায় রাজ্যপাল

'অনুপ্রবেশ থেকে দুর্নীতি সবকিছুর একটাই সমাধান ডবল ইঞ্জিন সরকার', লোকসভায় বঙ্গ বিজেপির টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ

তীব্র গরমে ফুটছে বাংলা, ঠাণ্ডা থাকবেন কীভাবে? বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share this article
click me!

Latest Videos

Kho Kho World Cup 2025: স্বপ্ন থেকে বাস্তবের যাত্রা কেমন ছিল? জানালেন মহিলা দলের হেড ডঃ মুন্নি জুন
রামপুরহাটে নামার কথা ছিল, কেন ফরাক্কায় নেমে ছিল দীপ্তি! | Harishchandrapur News | Malda News
গাড়ি আটকাতেই চক্ষু চড়কগাছ পুলিশের! গাড়ির নীচ থেকে বেরলো ৬ লক্ষ টাকার গাঁজা, চাঞ্চল্য Nadia-এ
‘Pakistan-এর BSF হলে Mamata Banerjee তাদের প্রসংসা করতেন’ মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন Sukanta M
'রাজ্যের সবচেয়ে বড় দুষ্টু নবান্নে থাকে' নাম না করে মমতাকে বিঁধলেন শুভেন্দু । Suvendu on Mamata