রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, অবসরের বয়স হবে ৬৫? বিশেষ ঘোষণা মমতা সরকারের

সরকারি কর্মীদের অবসরের বয়স নিয়ে জল্পনার মধ্যে মমতা সরকারের নয়া ঘোষণা। শিক্ষকদের অবসরের বয়স ৬০ থেকে ৬৫ করার গুজব উড়িয়ে ব্রাত্য বসু জানালেন, আগের নিয়মেই থাকছে।
Sayanita Chakraborty | Published : Jan 6, 2025 1:28 PM
110

ডিএ কিংবা এসএসি দুই নিয়ে বারে বারে খবরে আসে মমতা সরকার। এবার এই দুই খবরের মাঝে প্রকাশ্যে নয়া তথ্য।

210

শোনা যাচ্ছে, সরকারি কর্মীদের অবসরের বয়স বেড়ে হবে ৬৫। সদ্য এই নিয়ে বিশেষ ঘোষণা করল মমতা সরকার।

310

কদিন ধরেই শোনা যাচ্ছে, রাজ্যের শিক্ষকদের অবসরের বয়স বাড়বে পাঁচ বছক। এই খবর নিয়ে শুরু হয়েছে হইচই।

410

সদ্য শিক্ষকদের অবসরের বয়স নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী জানালেন সত্যিই অবসরের বয়স পরিবর্তন হচ্ছে কি না।

510

তিনি স্পষ্ট করে বলেন, আগে শিক্ষকদের অসবরের বয়স যা ছিল, সেটাই থাকছে। রাজ্য সরকারের শিক্ষকদের অবসরের বয়স বাড়ছে না।

610

তিনি বলেন, কয়েকটি সমাজমাধ্যমে একটি খবর প্রচারিত হয়েছে যে, রাজ্য সরকার শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদটি সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর।

710

কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। দাবি করা হচ্ছে মমতা সরকার বয়স বাড়াচ্ছেন অবসরের।

810

এবার থেকে অবসরের বয়স ৬০ থেকে বেড়ে হবে ৬৫। এই খবর চাওড় হতেই সর্বত্র দেখা যায় খুশীর খবর।

910

তবে এই নিয়ে স্পষ্ট জানানো হল সরকারের পক্ষ থেকে।

1010

আপাতত বাড়ছে না অবসরের বয়স। মমতা সরকারের পক্ষ থেকে এমনই জানালেন ব্রাত্য বসু।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos