উৎসবের মরশুম শুরুর আগেই শহরে নোটের পাহাড়ের হদিশ, পুলিশি অভিযানে শ্রীঘরে ১

Published : Sep 06, 2025, 08:00 AM IST

Kolkata Fake Currency Smuggling: খাস কলকাতায় ফের পুলিশের জালে বড়সড় জাল  নোট পাচার চক্রের হদিশ। পুলিশি অভিযানে গ্রেফতার এক। কোথায় পাচার করা হচ্ছিল জাল নোটগুলি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
শহরে জালনোট চক্রী গ্রেফতার

উৎসবের মরশুম শুরুর আগেই কলকাতায় হদিশ মিলল বড়সড় জালনোট পাচার চক্রের। সেই সঙ্গে পুলিশি অভিযানে গ্রেফতার ওই চক্রের একজন। ধৃতের কাছ থেকে মিলেছে কয়েক লক্ষ টাকার জাল পাঁচশো টাকার নোটের বান্ডিল। ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সঞ্জীব মজুমদার। সে হুগলির উত্তরপাড়া এলাকার বাসিন্দা। 

25
কত টাকার জাল নোট উদ্ধার

জানা গিয়েছে, পুলিশি অভিযানে ধৃতের কাছ থেকে মিলেছে মোট ২৫ লক্ষ টাকার জাল নোট। এই ঘটনায় সঞ্জীব মজুমদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে  পুলিশ। এত বিপুল জাল টাকা সে কোথা থেকে পেল? এবং তা কোথায়  নিয়ে যাওয়া হচ্ছে তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে তদন্তকারী পুলিশ অফিসাররা।

35
কোন এলাকা থেকে বাজেয়াপ্ত জাল টাকা?

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কলকাতার ওল্ড চায়না বাজার এলাকায় ধৃত ব্যক্তিকে ঘুরতে দেখে সন্দেহ হয়েছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশের। তাঁর হাতে একটি বড় ব্যাগ ছিল। ওই ব্যক্তিকে দেখে সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে শুরু হয় জিজ্ঞসাবাদ। কথায় একাধিক অসঙ্গতি মেলায় ব্যাগটিতে তল্লাশি চালানো হয়। তারপরই মেলে বিপুল পরিমাণ জাল নোটের হদিশ। 

45
কী উদ্দেশে পাচারের

জানা গিয়েছে, ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগের মধ্যে থরে থরে সাজানো রয়েছে ৫০০ টাকার সব জাল নোট। টাকাগুলি কী উদ্দেশে আনা হয়েছিল এবং তা কোথায় পাচার করার ছক চলছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

55
ধৃতকে তোলা হবে আদালতে

এদিকে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জীব মজুমদারকে শনিবার আদালতে পেশ করবে পুলিশ। সূত্রের খবর, ধৃতের জেল হেফাজত চেয়ে এই টাকার উৎসের সন্ধান ও এই চক্রের সঙ্গে আর কারা কারা জড়িত তাদের খোঁজে তল্লাশি চালাবে পুলিশ। 

Read more Photos on
click me!

Recommended Stories